Ban vs Ire: সিলেটে আয়ারল্যান্ডকে হারিয়ে ওয়ানডেতে প্রথম ১০ উইকেটের জয়ের রেকর্ড বাংলাদেশের

।। প্রথম কলকাতা ।।

Ban vs Ire: বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অ্যান্ড্রু বালবির্নির আয়ারল্যান্ডকে (Ireland) হারিয়ে ওয়ানডেতে তাদের প্রথম ১০ উইকেটের জয়ের রেকর্ড করেছে বাংলাদেশ (Bangladesh)। টাইগাররা তিন ম্যাচের সিরিজও ২-০ ব্যবধানে জয় লাভ করেছে এবং ওডিআইতে তাদের বল বাকি থাকতে (২২১) ওয়ানডেতে তাদের দ্বিতীয় বৃহত্তম জয়ের রেকর্ড গড়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ২৮.১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। লোরকান টাকার (২৮) এবং কার্টিস ক্যাম্পার (৩৬) ছাড়া আইরিশ ব্যাটারদের কেউই দুই অঙ্কের স্কোর গড়তে পারেননি।

দুজনে পঞ্চম উইকেটে ৪২ রানের জুটি গড়েন, কিন্তু তারা আলাদা হয়ে যাওয়ার পর আয়ারল্যান্ডের ইনিংস ওলটপালট হয়ে যায়। টাকার ৩১ বলে ২৮ রান করলেও ক্যামফার চারটি চারের সাহায্যে ৪৮ বলে ৩৬ রান করেন। বাংলাদেশের হাসান মাহমুদ ৩২ রান দিয়ে পাঁচ উইকেট দখল করেন। ফাস্ট বোলার স্টিফেন ডোহেনি, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার এবং গ্রাহাম হিউমের উইকেট তুলে নেন। তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন চৌধুরী যথাক্রমে তিনটি এবং দুটি উইকেট দখল করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬.৫ ওভার বাকি থাকতেই বাংলাদেশ লক্ষ্যে পৌঁছে যায়। লিটন দাস তার ভালো ফর্ম বহন করে ১০টি চারের সাহায্যে ৩৮ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। তার ওপেনিং পার্টনার তামিম ইকবাল ৪১ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪১ রান করেন। আয়ারল্যান্ড চার বোলার ব্যবহার করেছিল, মার্ক অ্যাডেয়ার, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রেস এবং কার্টিস ক্যাম্পার, কিন্তু তাদের কেউই সাফল্য আনতে সক্ষম হয়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version