IPL 2023: আইপিএলে নিষিদ্ধ হতে পারে বাংলাদেশের ক্রিকেটাররা! কড়া অবস্থান নিতে চলেছে বিসিসিআই: রিপোর্ট

।। প্রথম কলকাতা ।।

IPL 2023: শুরু হয়েছে গিয়েছে কাউন্টডাউন। চলতি মাসের শেষের দিকে পর্দা উঠবে ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগের। এবারের আইপিএলে রয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাকিব আল হাসান, লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান। সাকিব ও মুস্তাফিজুর বেশ কয়েকটি মরসুমে চুটিয়ে খেললেও, লিটন দাসের অভিষেক হতে চলেছে আইপিএলে। সাকিব আল হাসান ও লিটন দাস খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে অন্যদিকে মুস্তাফিজুর খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

আইপিএলে খেলার জন্য এই তিন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করে। আর সেইসময় জাতীয় দলের খেলা থাকায় তাদের আবেদন মঞ্জুর করেনি বিসিবি। দেশের আগে আইপিএল নয়, এই বিষয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। আর এতেই ক্ষুব্ধ হয়েছে বিসিসিআই। অন্যদিকে একই অবস্থা শ্রীলঙ্কারও। এবারের আইপিএল শ্রীলঙ্কার চার ক্রিকেটার রয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থাকায় প্ৰথম দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারবে না শ্রীলঙ্কার ক্রিকেটাররা।

আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে কড়া অবস্থান নিতে চলেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (BCCI)। সূত্রের খবর অনুযায়ী, এই দুই দেশের খেলোয়াড়দের আইপিএল ২০২৪ অর্থাৎ পরবর্তী মরসুমে নিষিদ্ধ করা হতে পারে। এমনটাই শোনা যাচ্ছে বোর্ডের অন্দরে। আসলে, উভয় দেশই আইপিএলের মধ্যে তাদের নিজ নিজ দ্বিপাক্ষিক সিরিজ রেখেছে। যার কারণে আইপিএলে অংশ থাকা অনেক খেলোয়াড় কয়েক দিনের জন্য আইপিএলে অংশ নিতে পারবেন না।

ইনসাইড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বলেছেন, “আমরা অভিযোগ করতে পারি না কারণ বিসিসিআইই অন্য বোর্ডের সঙ্গে কথা বলে। তবে হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি কিছু দেশ থেকে খেলোয়াড় বাছাই করতে দ্বিধা করবে। এর আগে তাসকিন আহমেদও এনওসি পাননি। যদি তারা তাদের খেলোয়াড়দের খেলাতে না চায়, তাহলে তাদের নিবন্ধন করা উচিত নয়। ভবিষ্যতে বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে চিন্তাভাবনা বদলে যাবে।”

স্থানীয় গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, “দেখুন, আমাকে বারবার এই সমস্যাটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে এবং আমি একই উত্তর দিয়েছি। আইপিএল নিলামের আগে, আইপিএল কর্মকর্তারা আমাদের খেলোয়াড়দের প্রাপ্যতা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং আমরা তাদের সময়সূচী দিয়েছিলাম। সেই ভিত্তিতেই তারা নিলামে খেলোয়াড়দের রাখে। এখন অন্য কিছু হওয়ার সুযোগ নেই।”

এই সমস্ত বিষয় মাথায় রেখে বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা ইনসাইডস্পোর্টসকে বলেন, “এটা সম্পূর্ণরূপে খেলোয়াড়দের উপর নির্ভর করে তাদের বোর্ডকে রাজি করানো। ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অন্যান্য বড় বোর্ড এর জন্য উপায় বের করেছে। আইপিএলের জনপ্রিয়তা কেউ অস্বীকার করতে পারে না এবং খেলোয়াড়দের ছেড়ে দিয়ে বোর্ডও তাদের ভাগ পায়। কিন্তু তারা যদি অন্যথায় সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা তাদের ব্যাপার।”

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version