।। প্রথম কলকাতা ।।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেল বাংলাদেশ। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। আট বছর পর টি-টোয়েন্টিতে ফিরেছেন রনি তালুকদার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত রানের পর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তৌহিদ হৃদয়ের।
Modhumoti Bank Limited T20i Series: Bangladesh vs England: 1st T20i
Bangladesh won by 6 wickets
Full Match Details: https://t.co/QuKBNLkVtK#BCB | #Cricket | #BANvENG pic.twitter.com/e3T8v4Mz6Q
— Bangladesh Cricket (@BCBtigers) March 9, 2023
এটিই ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়। যদিও তাদের দ্বিতীয় দেখায়। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ ম্যাচে প্রথম দেখা হয়েছিল দুই দলের। ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ২১ রান করেন রনি তালুকদার। তৌহিদ হৃদয় ২৪ রান করেন এবং নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৬৫ রানের জুটি গড়েন।
নাজমুল হাসান শান্ত (৫১) মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরি করেন। তিনি আউট হওয়ার পর, সাকিব আল হাসান (৩৪) এবং আফিফ হোসেন (১৫) তাদের স্নায়ুর চাপ ধরে রেখে ৪৬ রানের অপরাজিত জুটি গড়ে ১২ বল বাকি থাকতেই বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
প্রথমে ব্যাট করে ফিল সল্ট এবং জস বাটলারের ১০ ওভারে উদ্বোধনী উইকেটে ৮০ রান করে চালকের আসনে বসেছিল ইংল্যান্ড। কিন্তু নাসুম আহমেদ সল্টকে ফিরিয়ে দিলে বেশ কিছুটা গতি হারায় ইংল্যান্ডের ইনিংস। ইংল্যান্ড শেষ ১০ ওভারে মাত্র ৭৬ রান করে ছয় উইকেট হারিয়ে বাংলাদেশকে ১৫৬ রানের লক্ষ্যমাত্রা দেয়। ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে ৪২ বলে ৬৭ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন বাটলার। তার ইনিংসে সাজানো ছিল চারটি চার ও চারটি ছক্কায়। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ১২ মার্চ রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।