Ind vs Ban : ভারতকে এক উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

।। প্রথম কলকাতা ।।

রবিবার ঢাকার শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মেহেদি হাসান মিরাজের অপরাজিত ৩৮ রানের জয়সূচক ইনিংসের উপর ভর করে ভারতের বিপক্ষে এক উইকেটে জয় পেল বাংলাদেশ। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রথমে ব্যাট করে মাত্র ৪১.২ ওভারে ১৮৬ রানেই অল আউট হয়ে যায় ভারত। একমাত্র কেএল রাহুল সর্বোচ্চ ৭৩ রান করেন। তিনি ছাড়া কোন ভারতীয় ব্যাটারই দাঁড়াতে পারেননি বাংলাদেশ বোলিংয়ের সামনে। ভারতীয় ব্যাটারদের উপর দাপট দেখান সাকিব আল হাসান ও এবাদত হোসেন। সাকিব নেন পাঁচটি উইকেট, চারটি উইকেট দখল করেন এবাদত। মেহেদি হাসান একটি উইকেট দখল করেন।

১৮৭ রান তাড়া করতে গিয়ে, বাংলাদেশ দ্রুত পরপর উইকেট হারায়। তবে অধিনায়ক লিটন দাস (৪১) ও সাকিব আল হাসান (২৯) কিছুটা বাংলাদেশ ইনিংসের সামাল দেওয়ার চেষ্টা করলেন। এরপর জ্বলে ওঠে মেহেদি হাসানের ব্যাট (৩৮)। তাঁর ব্যাটের উপর ভর করেই এক উইকেট এবং চার ওভার হাতে রেখে জয় পায় বাংলাদেশ। ভারতের পক্ষে মহম্মদ সিরাজ তিনটি এবং কুলদীপ সেন ও ওয়াশিংটন সুন্দর দুটি করে উইকেট নেন।

Exit mobile version