বড় বিপদে বাংলাদেশ ও ইংল্যান্ড, বাদ পড়তে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে!

।। প্রথম কলকাতা ।।

ক্রিকেট জ্বরে কাঁপছে ক্রিকেট বিশ্ব। চলতি বিশ্বকাপের উত্তাপ এখন মধ্যগগনে। আর ভরা বিশ্বকাপের বাজারেই চ্যাম্পিয়ন্স ট্রফির ঘোষণা আইসিসির। ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আর চ্যাম্পিয়ন্স ট্রফির ঘোষণা হতেই বিপদের সম্মুখীন বাংলাদেশ ও ইংল্যান্ড। এই টুর্নামেন্টে কোন কোন দল অংশগ্রহণ করতে চলেছে তাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে।

আইসিসির ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালে পাকিস্তানে বসতে চলেছে জনপ্রিয় টুর্নামেন্টের আসর। তাই আয়োজক দেশ হিসেবে সরাসরি এন্ট্রি পাবে বাবার আজমরা। এছাড়াও ২০২৩ বিশ্বকাপের পয়েন্ট তালিকায় প্রথম সাতটা দল এই টুর্নামেন্টে সরাসরি অংশগ্রহণ করতে পারবে। জানা গেছে, ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হবে। এহেন পরিস্থিতিতে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শেষ স্থানে থাকা দুটি দল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পারবে না।

বর্তমানে চলতি বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শেষ দুই স্থানে রয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। ২০২৩ বিশ্বকাপের ৩০ ম্যাচ পরে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। আর দশম স্থানে ইংল্যান্ড। তাই পাকিস্তানে হতে চলা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা বাংলাদেশ ও ইংল্যান্ডের জন্য কঠিন হতে চলেছে। চলতি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স বাংলাদেশ ও ইংল্যান্ডের। ইতিমধ্যেই বিদায়ঘণ্টা বেজে গেছে দুই দলেরই। পরপর পাঁচ ম্যাচে হেরে সমালোচনার মুখে বাংলাদেশ। গত দুই দশকে সবচেয়ে খারাপ পারফরম্যান্স বাংলাদেশের। দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঢেলে সাজাতে চাচ্ছে আইসিসি। তাই তো এমন নতুন নিয়ম। সেই হিসেবে বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চায় তাহলে বিশকাপে নিজেদের বাকি তিন ম্যাচের অন্তত দুটিতে জিততে হবে। যেখানে প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।

অন্যদিকে চলতি বিশ্বকাপে ভয়াবহ পারফরম্যান্স গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। ৬ ম্যাচে মাত্র একটিতে জয়। তাও শুধু বাংলাদেশের বিরুদ্ধে। যার ফলে পয়েন্ট টেবিলে আফগানিস্তান, বাংলাদেশ, নেদারল্যান্ডসের মতো দলেরও নীচে রয়েছে থ্রি লায়ন্সরা। তাদের এখনও বাকি রয়েছে তিনটি ম্যাচ। তিনটি ম্যাচে জিতে যদি শেষ আটে উঠতে পারে তাহলে হয়তো মুখরক্ষা হবে। নয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে বিশ্ব ক্রিকেটের আরও এক শক্তিকে মিস করবে ক্রিকেট বিশ্ব।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version