Shakib Al Hasan: টুপিতে হাত, মেজাজ হারিয়ে ভক্তকে মারধর বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানের

।। প্রথম কলকাতা ।।

 

Shakib Al Hasan: বৃহস্পতিবার, ৯ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জস বাটলারের ইংল্যান্ডের বিপক্ষে তার দলের প্রথম টি-টোয়েন্টি খেলার পর একটি প্রচারমূলক ইভেন্টে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান তার মেজাজ হারিয়েছেন এবং একজন ভক্তকে মারধর করেছেন। খেলা শেষ হওয়ার প্রায় তিন ঘন্টা পরে, সাকিব কিছু বাণিজ্যিক প্রচারমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন যেখানে তাকে বেশ কয়েকজন ভক্ত ঘিরে ছিল।

 

এমনকি উচ্চ নিরাপত্তার মধ্যেও সাকিবের পক্ষে ভক্তদের থেকে দূরে থাকা কঠিন ছিল। সাকিবের পরনে ছিল একটি কালো টি শার্ট ও মাথায় ছিল কালো টুপি। চ্যানেল ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, তিনি যখন তার গাড়ির ভেতরে ঢুকতে যাচ্ছিলেন, তখন একজন ভক্ত অভিজ্ঞ অলরাউন্ডারের কাছ থেকে ক্যাপটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। সেইসময়ই মেজাজ হারান সাকিব আল হাসান। সেই সময় ওই ভক্তের হাত থেকে টুপিটি কেড়ে নিয়ে পাল্টা টুপি দিয়ে মারতে থাকেন বাংলাদেশ অলরাউন্ডার।

সাকিব গত কয়েক বছর ধরে বেশ কিছু বিতর্কের শীর্ষে রয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৩ চলাকালীন, ওভারহেড ওয়াইড না দেওয়ার জন্য লেগ আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ আনেন সাকিব। ২০২১ সালে, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সময় সাকিব আম্পায়ারের উপর রেগে গিয়ে তিনি স্টাম্পে লাথি মেরেছিলেন। ২০১৯ সালে ম্যাচ ফিক্সিং-এর প্রস্তাব পাওয়ার পর সেটা গোপন করার অভিযোগে দুইবছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি।

Exit mobile version