বাংলা লোকগানের ম্যাশ আপ ভিডিও, ইমন চক্রবর্তীর প্রোডাকশনে অনবদ্য পরিবেশন

।। প্রথম কলকাতা ।।

পৃথিবীতে বাঁচতে গেলে প্রকৃত বন্ধুর ভীষণ দরকার। তাই তো আমাদের মনেপ্রাণে বারংবার বেজে ওঠে “বন্ধু বিনে প্রাণ বাঁচে না” গানটি। এবার অপরূপ প্রকৃতির মায়াবী পরিবেশে “বন্ধু বিনে প্রাণ বাঁচে না” আর “দিলনা দিলনা দিল মন দিলনা” এই দুটি বাংলা লোকগানের ম্যাশ আপ ভিডিওতে দেখা গেল অনবদ্য পরিবেশন। গেয়েছেন পোখরাজ চক্রবর্তী এবং রুদ্রনীল গুহ। ভিডিওটি ৫ই জুলাই ইমন চক্রবর্তী প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গান থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্য, সবমিলিয়ে এক কথায় অসাধারণ পরিবেশন। দর্শক ও শ্রোতাদের শুভেচ্ছার বন্যা বইছে কমেন্ট বক্সে।

পোখরাজ চক্রবর্তী এবং রুদ্রনীল গুহর যুগলবন্দী মন ছুঁয়ে যাওয়ার মত। অসাধারণ গানের আবেদন। ভীষণ সুন্দর কোরিওগ্রাফ। গান দুটির মিক্সিং রেকর্ডিং এর কাজ করেছেন অন্যতম গুণী সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষ। গানটি সিনেমাটোগ্রাফি করেছেন অঙ্কুশ দেবনাথ। গানটি রিলিজ করেছে মাত্র ৭ দিন হয়েছে। ইতিমধ্যেই দর্শক এবং শ্রোতাদের মন জয় করে নিয়েছে গানটি। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেনরা গানটির অসংখ্য রিল এবং ভিডিও তৈরি করে তা শেয়ার করছেন। গানটি নিয়ে নিজেদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন অদিতি চক্রবর্তী, জ্যোতি শর্মা, অনুরাগ চ্যাটার্জী, অরিত্র দাশগুপ্তর মত বহু জনপ্রিয় শিল্পী। পাশাপাশি অভিনেত্রী সোমা চক্রবর্তীর একটি ভিডিও বার্তার মাধ্যমে গানটি সম্পর্কে তার ভালো লাগা শেয়ার করেছেন।

আসলে “বন্ধু বিনে প্রাণ বাঁচে না” আর “দিলনা দিলনা নিল মন দিলনা” এই দুটি গানই বরাবরই বাঙালির ভীষণ প্রিয়। বন্ধুত্ব ভালোবাসার মাঝে যে আবেগের যোগসূত্র তা দুই গানের প্রত্যেকটি শব্দের মধ্যে খুঁজে পাওয়া যায়। তার উপর দুটি গানের ভিডিও শুট করা হয়েছে সবুজে ঘেরা নির্জন পরিবেশে। দৃশ্যপটে কখনো দেখা যায় লাল মেঠো পথ, কখনো বা নিরুদ্দেশের যাত্রায় নৌকায় ভেসে চলেছে দুই বন্ধু। দুই শিল্পীর গানের গলা আর অনবদ্য পরিবেশন গানটির জনপ্রিয়তার মূল সিক্রেট। ইমন চক্রবর্তীর প্রোডাকশনে এই ধরনের সুন্দর সুন্দর গান প্রায়ই সময় দেখা যায়। চ্যানেলটির যাত্রা পথ শুরু হয়েছিল ২০১১ সালে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version