বাঘাযতীন ও নেতাজি একই মঞ্চে, অবিস্মরণীয় ঘটনা ঘটে গেল কলকাতায়

।। প্রথম কলকাতা ।।

২০২৩ দাঁড়িয়ে হঠাৎ একই সঙ্গে দেখা গেল বাঘাযতীন ও নেতাজিকে! হ্যাঁ অবাক হওয়ারই কথা। বাস্তবে এমন ঘটনার সাক্ষী থাকলাম আমরা। এমন ঘটনা কীভাবে সম্ভব হল? গত বছর পুজোয় ‘কাছের মানুষ ‘নিয়ে হাজির হয়েছিলেন দেব আর চলতি বছর বাঙালির কাছের মানুষ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বীরগাঁথা নিয়ে পর্দায় হাজির হচ্ছেন দেব। নায়কের শেষ ছবি ব্যোমকেশ, দুর্গ রহস্য বক্স অফিসে মোটের উপর ভালো ব্যবসা করেছে। অনেকেই মনে করছেন প্রজাপতির পর আরো এক ব্লকবাস্টারের খোঁজে রয়েছেন দেব।

ইতিহাসের পাতা থেকে ব্রিটিশ রাজের বিরুদ্ধে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বাস্তব কাহিনী এবার পর্দায় তুলে ধরা হবে। আলিপুর মিউজিয়ামে মহাসমারোহে বাঘাযতীনের ট্রেলার লঞ্চ হল। সেখানেই ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। দেখা গেল একই মঞ্চে বাঘাযতীন নেতাজি! আলিপুর বোমা মামলা, বুড়িবালামের যুদ্ধ ইতিহাসের বইয়ের পাতা থেকে এবার রুপোলি পর্দায়। ধুতি, পাঞ্জাবি, কোটে এক বঙ্গ সন্তান ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল বাঘাযতীন। পরিবারের উদ্ধে দেশকে জায়গা দিয়েছেন। ক্ষুদিরাম বোস থেকে রাসবিহারী বসু প্রায় ৯০ জন স্বাধীনতা সংগ্রামীর চরিত্র রয়েছে এই ছবিতে।

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বাঘা যতীনের সঙ্গে দেখা গেল নেতাজিকে। আসলে দেবের একজন ভক্ত নেতাজি সেজে মঞ্চে ওঠেন। তাঁর নাম গৌরব সিনহা। তিনি স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা করেন এবং দেবের তিনি বড় ফ্যান। তাই তিনি এই অনুষ্ঠানে এসে নেতাজির সেজে হাজির হন। আর তারপর তাকে দেখে একমুখ স্বস্তির হাসি দেখা যায় দেবের মুখে। দেব বলেন ভীষণ ভালো লাগছে তোমাকে দেখে মনে হচ্ছে আমাদের প্রচেষ্টা সফল হলো।

প্রযোজক হোক বা অভিনেতা সারপ্রাইজ দিতে দেবের জুড়ি মেলা ভালো, সে কথা আজ আর আলাদা করে বলার অবকাশ রাখে না। ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদের চরিত্রে দর্শক দেখেছেন দেবকে। ফের একবার বায়োপিকে টলিউডে প্রিয় সুপারস্টার। অরিজিৎ সিং থেকে রুপম ইসলাম বাঘাযতীন কন্ঠ দিয়েছে সংগীত জগতের তাবর্তাবর শিল্পীরা। ১৯ শে অক্টোবর বাংলার পাশাপাশি হিন্দিতে মুক্তি পাবে বাঘা যতীন। সব মিলিয়ে এক কথায় প্রেম, ভালোবাসা, অ্যাডভেঞ্চার অ্যাকশনের পারফেক্ট প্যাকেজ বাঘাযতীন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version