খারাপ খবর! আচমকাই বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক

।। প্রথম কলকাতা ।।

বিদায় ঘন্টা বেজে গেল জি বাংলার আরেকটি সিরিয়ালের তলানিতে টিআরপি। ৪ মাসেই লালবাতি, বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার এই ধারাবাহিক, প্রকাশ্যে অন্তিম সম্প্রচারের দিনক্ষণ। সাম্প্রতিক অতীতে স্টার জলসা এবং জি বাংলার  পর্দায় একাধিক নতুন সিরিয়ালের সম্প্রচার শুরু হয়েছে। যে কারণে অকালেই পথচলা শেষ হয়েছে বহু পুরনো জনপ্রিয় ধারাবাহিকের। সম্প্রতি যেমন টিআরপির  অভাবে শেষ হয়েছে ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকটি। এবার শোনা যাচ্ছে, সেই তালিকায় নাম তুলতে চলেছে জি বাংলার আরও একটি সিরিয়াল।

আমরা প্রত্যেকেই জানি, যা শুরু হয়েছে তা একদিন না একদিন ঠিক শেষ হবে। সিরিয়ালের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। তবে যদি কোনও ধারাবাহিক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও অকালেই শেষ হয়ে যায় তাহলে মন খারাপ হয়ে যায় দর্শকদের। সম্প্রতি যেমন ‘তোমার খোলা হাওয়া’র পর জি বাংলার আরও এক জনপ্রিয় সিরিয়ালের শেষ হওয়ার খবর শোনার পর মন খারাপ হয়ে গিয়েছে অনেকের। কোন ধারাবাহিকের মেয়াদ কতদিন হবে তা এখন সম্পূর্ণভাবে নির্ভর করে টিআরপির ওপর। কোনও সিরিয়ালের টিআরপি যদি ভালো হয় তাহলে সেই ধারাবাহিক বছরের পর বছর ধরে চলতে থাকে।

আর যদি টিআরপি কম হয় তাহলে কয়েকমাসের মধ্যেই শেষ হয়ে যায় পথচলা। এমনটাই হতে চলেছে জি বাংলার ‘মুকুট’ সিরিয়ালের সঙ্গে। সাম্প্রতিক অতীতে একাধিক বাংলা সিরিয়াল শুরু হওয়ার কয়েকমাসের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। সেই তালিকায় নাম রয়েছে ‘বালিঝড়’, ‘মেয়েবেলা’, ‘সোহাগ জল’, ‘তোমার খোলা হাওয়া’র মতো সিরিয়ালের। এবার সেই তালিকারই নবতম সংযোজন হতে চলেছে ‘মুকুট’। শ্রাবণী ভুঁইয়া অভিনীত ‘মুকুট’ ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপি তালিকায় তেমন কামাল দেখাতে পারেনি। এই সিরিয়াল নিয়ে সোশ্যাল মিডিয়াতেও খুব একটা চর্চা দেখা যেত না।

তাই এবার শোনা যাচ্ছে, ‘মুকুট’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর মার্চ-এপ্রিল নাগাদ থেকে সম্প্রচার শুরু হয়েছিল ‘মুকুট’র। ‘মাধবীলতা’ ধারাবাহিকটি অকালে শেষ হয়ে যাওয়ার পর এই সিরিয়ালের হাত ধরে কামব্যাক করেছিলেন শ্রাবণী। তবে এই ধারাবাহিকটিও বেশিদিন চলল না। শোনা যাচ্ছে, আগস্টের প্রথম সপ্তাহের দিকেই শেষ হবে ‘মুকুট’র পথচলা। টিআরপি কম থাকলে গল্প অসমাপ্ত রেখে মাত্র দু-তিন মাসে বন্ধ হয়েছে আগে পর এক বাংলা সিরিয়াল। জি বাংলার আরও একটি সিরিয়ালের সঙ্গেও তেমন ঘটনা ঘটতে চলেছে। অর্থাৎ এবার বন্ধ হতে চলেছে মুকুট।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version