।। প্রথম কলকাতা ।।
Pathaan Release in Bangladesh: শুধু দেশের মধ্যেই তাঁর ভক্ত সীমিত নয়। কাঁটাতারের বেড়া পেরিয়ে ওপার বাংলাতেও তাঁকে নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আর যেখানে এত বছর পর পর্দায় তাঁর দেখা মিলছে, সেখানে উচ্ছ্বাসের লেভেলটা হাই হওয়াটাই স্বাভাবিক। সম্প্রতি শোনা গিয়েছিল, ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে (Bangladesh) মুক্তি পাবে ‘পাঠান’। কিন্তু সমস্ত কিছু পাকা হওয়ার পরও শেষ মুহূর্তে আটকে গিয়েছে ছবি মুক্তি। কী হল হঠাৎ করে? কী কারণে শাহরখ-দীপিকা-জন (Shah Rukh-Deepika-John) অভিনীত ‘পাঠান’ দেখা থেকে এখনও বঞ্চিত বাংলাদেশের মানুষরা?
‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২১ তারিখ ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই উপলক্ষে গোটা মাস জুড়ে প্রতিবেশী রাষ্ট্রে নানা কর্মসূচি পালিত হয়। এই মাসটিকে ভাষার মাস বলে পালন করা হয়ে থাকে। তাই এখন ভিনদেশি ভাষার ছবি মুক্তি পাবে না বাংলাদেশে। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী মাসে মুক্তি পাবে এই সুপারহিট ছবি। এমনিতে শাহরুখ খানের (Shah Rukh Khan) এই ছবিকে ঘিরে বিতর্কের শেষ নেই। কিছুদিন আগেই ‘পাঠান’ (Pathaan) মুক্তিকে ঘিরে দেশের ১৯টি চলচ্চিত্র সংগঠন এবং তথ্য সম্প্রচার মন্ত্রীর বৈঠক হয়। যেখানে হাছান মাহমুদ জানান, বাংলাদেশে হিন্দি সিনেমার মুক্তিতে কোনও আপত্তি নেই তাঁর। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতি বছর ১০টি করে হিন্দি সিনেমা আমদানি করা যাবে বাংলাদেশে।
কিন্তু এই সিদ্ধান্তে মোটেই খুশি নন অভিনেতা ডিপজল। তিনি হিন্দি সিনেমাকে ‘অশালীন’ বলেন। তাঁর কথায়, হিন্দি সিনেমা ওপার বাংলায় দেখানো হলে, ক্ষতিগ্রস্ত হবে আঞ্চলিক ভাষার সিনেমা। তাঁর কথায়, হিন্দি সিনেমায় (Hindi Cinema) বাজে নাচের দৃশ্য থাকে। যা ওপার বাংলার সংস্কৃতির জন্য মোটেই ঠিক নয়। বাংলাদেশের ১৯টি চলচ্চিত্র সংগঠন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে কথা বলে ঠিক করে নির্দিষ্ট শর্ত মেনে মুক্তি পাবে হিন্দি ছবি। সেখানে দুটি ঈদ ও পুজোর উৎসবে সিনেমা হলে চলবে না কোনও হিন্দি ছবি। সেইসঙ্গে মুক্তির আগে সেন্সরের পাশাপাশি চলচ্চিত্র সম্মিলিত পরিষদের ছাড়পত্রেরও প্রয়োজন হবে। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখের কামব্যাক ছবি ‘পাঠান’। ইতিমধ্যেই এক হাজার কোটি টাকার অঙ্ক ছুঁয়েছে ছবি। এবার ওপার বাংলায় ‘পাঠান’ রিলিজ করলে, না জানি টাকার অঙ্ক আরও কত বাড়বে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম