Ayushmann Khurrana: নতুন দায়িত্বপ্রাপ্তি ঘটেছে আয়ুষ্মানের, খুশি অভিনেতা, কে দিয়েছে তাঁকে এই দায়িত্ব?

।। প্রথম কলকাতা ।।

Ayushmann Khurrana: অভিনয় দুনিয়ায় তাঁর যথেষ্ট নাম-ডাক রয়েছে। তবে শুধু অভিনয় নয়, গানেও পারদর্শী তিনি। মাঝেমধ্যেই নিজের এই প্রতিভাকে কাজে লাগিয়ে থাকেন। বলিউডের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় নাম আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। এবার তাঁর মুকুটে জুড়েছে নয়া পালক। এমনিতেই অন্য ধরনের ছবি করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছে। এবার তাঁকে দেওয়া হয়েছে এক নতুন দায়িত্ব। কী তা? ইউনিসেফ ইন্ডিয়ার শিশু অধিকারের ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে (National Ambassador Of Child Rights) নিযুক্ত করা হয়েছে তাঁকে। বিষয়টা ঠিক কী?

প্রসঙ্গত, প্রতিটি শিশুর উন্নতিতে UNICEF-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন অভিনেতা। এক কথায় তিনি হয়ে উঠবেন প্রচারের কন্ঠ। নতুন এই দায়িত্বভার পেয়ে কেমন লাগছে অভিনেতার? ‘এবিপি আনন্দ’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁর কথায়, এই দায়িত্ব সত্যিই সম্মানের। ভারতে শিশু এবং কিশোর-কিশোরীদের যে সমস্যার সম্মুখীন হতে হয়, সে সম্পর্কে আমি খুবই আবেগপূর্ণ। সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে আমি শিশুদের সঙ্গে কথা বলেছি। ইন্টারনেট নিরাপত্তা, সাইবার বুলিং, মানসিক স্বাস্থ্য, লিঙ্গ সমতা সহ আরও নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। UNICEF-এর সঙ্গে আমি শিশুদের অধিকারের জন্য আওয়াজ তুলব। বিশেষ করে তাঁদের জন্য সবথেকে বেশি লড়াই করব, যাঁরা এই সমস্যার সম্মুখীন বেশি হয়’।

একজন দক্ষ অভিনেতা হিসেবে দর্শকদের মনে তিনি এমনিতেই রাজ করেন। এবার এই নতুন দায়িত্ব তাঁকে ভক্তদের আরও কাছের করে তুলবে বলে আশা করা যায়। ‘India TV’তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রসঙ্গে UNICEF ভারতের প্রতিনিধি Cynthia McCaffrey জানিয়েছেন, ‘আমি UNICEF ভারতে জাতীয় রাষ্ট্রদূত হিসেবে আয়ুষ্মান খুরানাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ইউনিসেফের সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে গত দু’বছরে তিনি শিশুদের অধিকার রক্ষার কাজকে প্রসারিত ও চালনা করতে সাহায্য করেছেন। ভারতের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র তারকাদের মধ্যে একজন তিনি, আর তাঁর আওয়াজ শিশুদের সঙ্গে রয়েছে এটাই অনেক। আমরা তাঁর সঙ্গে আগামী দিনে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছি’।

২০২০-তে আয়ুষ্মানকে ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত করা হয়েছিল। শিশুদের বিরুদ্ধে হিংসা বন্ধ করা ও শিশু অধিকারের এজেন্ডা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তাঁকে বেছে নেওয়া হয়েছিল। সম্প্রতি তিনি বিশ্ব শিশু দিবস ২০২২-এ ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাষ্ট্রদূত সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar) এবং সারা ভারত থেকে অংশগ্রহণকারী মেয়ে ও ছেলেদের সঙ্গে লিঙ্গ অন্তর্ভুক্তিমূলক খেলাধুলার মাধ্যমে অন্তর্ভুক্তি ও অ-বৈষম্যের উপর মনোযোগ দিয়েছেন। এদিন নিজের নতুন দায়িত্বের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version