Avatar 2: মাত্র ৬৬ টাকায় ‘অবতার ২’! কোথায় কম টাকায় দেখা যাচ্ছে এই ছবি?

।। প্রথম কলকাতা ।।

Avatar 2: সাল ২০০৯, এক রূপকথার জগতের সাক্ষী থেকেছিল গোটা দুনিয়া। ফের ১৩ বছর পর আবারও সেই দুনিয়ায় ফিরিয়ে নিয়ে গিয়েছে ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’। নীল প্যান্ডোরাদের জগত তৈরি করেছেন বিশ্ব বিখ্যাত পরিচালক জেমস (James Cameron)। তাঁর ম্যাজিক্যাল দুনিয়া দেখতে বিগত এত বছর ধরে অধীর আগ্রহে বসেছিলেন সিনেপ্রেমীরা। কিন্তু ছবির টিকিটের দাম প্রচুর, তাই দেখতে চেয়েও দেখতে পাচ্ছেন না অনেকেই। জানেন, সব থেকে কম টাকায় কোথায় দেখা যাচ্ছে ‘অবতার ২’ (Avatar 2)?

‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মাত্র ৬৬ টাকার বিনিময়ে চেন্নাইয়ের (Chennai) লাক্সি সিনেমায় দেখা যাচ্ছে পরিচালক জেমস ক্যামেরুনের এই ছবি। তাহলে কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লিতে কত টাকায় মিলছে ছবির টিকিট? রিপোর্ট অনুযায়ী, সবথেকে কম ১১০ টাকার বিনিময়ে ‘অবতার ২’ দেখা যাবে বেঙ্গালুরুতে।

অন্যদিকে দিল্লিতে (Delhi) টিকিট বিকছে ২০০ টাকায়। মথুরা রোডের INOX: Crown Interiorz Mall-এ অবতার ২-র টিকিটের দাম ২০০। কলকাতায় (Kolkata) লেক মলের সিনেপলিসে মাথা পিছু এই ছবি দেখতে গেলে খরচ করতে হবে ২০০ টাকা। এক্ষেত্রে ২-ডিতেই দেখতে হবে ছবি। পাশাপাশি মুম্বইয়ের কোলাবা এলাকার রিগাল সিনেমা হলেও টিকিটের দাম ২০০ টাকা। এক কথায় চেন্নাই বাদে বাকি প্রায় সব জায়গাতেই সিনেমার টিকিটের দাম ২০০’র কাছে।

গত ১৬ ডিসেম্বর পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অবতার ২’। আর হলে মুক্তি পেতেই ধামাল করে দিয়েছে ছবি। প্রত্যেক হলেই ছবি হাউসফুল। প্রথম দিন ছবিটি বক্স অফিসে ৩৮ থেকে ৪০ কোটি টাকা রোজগার করেছে। ‘অ্যাভেঞ্জার্স’ মুক্তি পাওয়ার পর প্রথম দিন ৩১ কোটি টাকা কামিয়েছিল। ‘অ্যাভেঞ্জার্স এন্ড গেম’ ৫৩ কোটি টাকার ব্যবসা করে। ‘অবতার ১’ (Avatar 1) গোটা বিশ্বের সবথেকে সফল ছবি। বিশ্বজুড়ে ২.৯ বিলিয়ন ডলার কামিয়েছিল এটি। এবারের অধ্যায় দেখা যাবে একটি চাঁদের গল্প। যার নাম প্যান্ডোরা। যাঁরা ছবিটি দেখেছেন তাঁরা, অন্যদেরকে এই ছবি দেখার জন্য সাজেস্ট করেছেন। এতটাই ভালো হয়েছে ছবিটি। কিন্তু কিছু জায়গায় টিকিটের দাম এত বেশি যে ছবিটি দেখতে পাচ্ছেন না অনেকেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version