Ricky Ponting: বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অস্ট্রেলিয়ার তিনবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক

।। প্রথম কলকাতা ।।

 

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেনঅস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ব্যাটার এবং অধিনায়ক রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পন্টিং পার্থে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্টের তৃতীয় দিনে চ্যানেল ৭-এর জন্য ধারাভাষ্য দিচ্ছিলেন। মধ্যাহ্নভোজের বিরতির সময় বুকে ব্যথা অনুভব করেন তিনবারের বিশ্বজয়ী অধিনায়ক। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পন্টিংকে।

 

সিডনি মর্নিং হেরাল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে টেস্ট ম্যাচের তৃতীয় দিনে পন্টিং অসুস্থ বোধ করেন এবং তার হার্টের সতর্কতামূলক পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসএমএইচ রিপোর্ট অনুসারে চ্যানেল-৭ মুখপাত্র বলেছেন, রিকি পন্টিং অসুস্থ এবং আজকের কভারেজের বাকি অংশের জন্য ধারাভাষ্য দেবেন না।”

 

হার্টের স্বাস্থ্যের ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য এটি বেশ কঠিন কয়েক বছর ছিল। চলতি বছর বড় দুই কিংবদন্তীকে হারিয়েছে অজিরা। মার্চ মাসে রড মার্শ এবং শেন ওয়ার্ন। এবং ডিন জোনস আরেকজন অস্ট্রেলিয়ান ব্যাটারও ২০২০ সালের সেপ্টেম্বরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়াও, প্রাক্তন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া উইকেটরক্ষক এবং সম্প্রতি নেদারল্যান্ডসের কোচ রায়ান ক্যাম্পবেলও এই বছরের এপ্রিল মাসে হৃদরোগে আক্রান্ত হন।

 

পন্টিং ১৬৮ টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ৪১ সেঞ্চুরি এবং ৬২ অর্ধশতক সহ ৫১.৮৫ গড়ে ১৩,৩৭৮ রান করেছেন। ৩৭৫টি ওডিআইতে তিনি ৪২.০৩ গড়ে ১৩,৭০৪ রান করেছেন। রয়েছে ৩০টি সেঞ্চুরি এবং ৮২টি অর্ধশতক। ১৭ টি-টোয়েন্টিতে পন্টিং ২৮.৪৬ গড়ে ৪০১ রান করেছেন এবং দুটি অর্ধশতক করেছেন। তিনি অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসেবে ১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ সালে তিনটি টানা ৫০-ওভারের বিশ্বকাপ জেতেন।

Exit mobile version