IND vs AUS: ভারতের মাটিতে পা রেখেই অনুশীলন শুরু করে দিল অস্ট্রেলিয়ার ওডিআই স্কোয়াড

।। প্রথম কলকাতা ।।

উপমহাদেশে নামার পরই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার টেস্ট দল যখন আহমেদাবাদে চতুর্থ টেস্টে বর্ডার-গাভাস্কার ট্রফি ড্র করার লক্ষ্য রাখছে। অন্যদিকে তাদের ওডিআই স্কোয়াড পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং ওয়ানডে বিশ্বকাপের বছরে ৫০-ওভারের চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিতে ভারতের মাটিতে পা রেখেছে।

 

ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে খেলোয়াড়দের নেটে বোলিং করার পাশাপাশি ব্যাট করতে দেখা গেছে। অস্ট্রেলিয়া ফেব্রুয়ারিতে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য তাদের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল। গোড়ালির চোট থেকে সেরে ওঠার পর অস্ট্রেলিয়ান জার্সিতে দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন করার অপেক্ষায় মিচেল মার্শ। চলতি সপ্তাহের শুরুতে মাকে হারিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার নেতৃত্বে তিনি ফিরবেন কিনা তা নিয়ে কোনো কথা বলা হয়নি।

 

অন্যদিকে, গ্লেন ম্যাক্সওয়েল মাঠে নামার জন্য ফিট কিনা তা এখনও নির্ধারণ করা হয়নি। কারণ অজি অলরাউন্ডার জানিয়েছেন যে পায়ের চোট থেকে তার পুনরুদ্ধার যতটা দ্রুত হওয়া উচিত তত দ্রুত হয়নি। হ্যামস্ট্রিং সমস্যা কাটিয়ে ওঠার জন্য অস্ত্রোপচার করা ঝাই রিচার্ডসন ভারতের বিপক্ষে ওয়ানডে থেকে বাদ পড়েছেন। মার্শের সঙ্গে ডেভিড ওয়ার্নার, যিনি বর্ডার-গাভাস্কার ট্রফিতে চোট পেয়ে দেশে ফিরতে হয়েছিল, তিনিও ভারতে সাদা বলের সিরিজে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

 

চোট পাওয়া পেসার জশ হ্যাজেলউডকে দল থেকে বাদ দেওয়া হয়েছে কারণ তিনি তার চোট থেকে সেরে উঠছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১৭ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে। তারপরে বিশাখাপত্তনম এবং চেন্নাইতে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে আয়োজিত হবে।

 

ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ঘোষিত অস্ট্রেলিয়া দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মারনাস লাবুসচেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

Exit mobile version