Border-Gavaskar Trophy: ভারতের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড

।। প্রথম কলকাতা ।।

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হতে চলা বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন না জোশ হ্যাজলউড। অজি পেসার জানিয়েছেন যে বাম পায়ের গোড়ালিতে সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই তিনি প্রথম টেস্টে খেলতে পারবেন না। এর অর্থ হতে পারে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলার সুযোগ পেতে পারেন স্কট বোল্যান্ড। একটি ক্রীড়া সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হ্যাজলউড বোল্যান্ডকে সমর্থন করেছিলেন। এবং বলেছিলেন যে তিনি প্রথমবার সুযোগ পেলে ভাল পারফর্ম করবেন।

হ্যাজেলউড বলেন, “স্কটি এমসিজিতে প্রচুর বোলিং করেছে যখন সেটি একটি ফ্ল্যাট উইকেট ছিল, সেখানে সম্ভবত সুইং বা রিভার্স সুইং ছিল না তাই তিনি জানেন কিভাবে দীর্ঘ সময়ের জন্য কঠোর পরিশ্রম করতে হয়।” তিনি আরও বলেন, আপনি ল্যান্স মরিসকে পেয়েছেন যিনি গত মাস ধরে রিভার্স সুইংয়ে কঠোর পরিশ্রম করেছেন এবং কয়েকটি সেশনে একটি চমৎকার লিড-ইন করেছেন।”

হ্যাজেলউড তার চোটের কথা খুলে বলেন যে গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্ট থেকে সমস্যা হয়েছিল এবং এটি সিডনির ভিজে পিচের কারণে হয়েছিল। এটা একটা মাত্রায় কাজ করেছে, কিন্তু বোলিং করার জন্য নরম মাটি থেকে লাফিয়ে লাফিয়ে প্রথম টেস্ট ম্যাচ (আঘাত থেকে ফিরে) আপনার শরীরও সেই ধরনের কাজের চাপে অভ্যস্ত নয়।

Exit mobile version