IND vs AUS: ভারতের ভিসা না পেয়ে হাস্যকর মিম শেয়ার করলেন অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাওয়াজা

।। প্রথম কলকাতা ।।

 

আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুরে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যেকার বর্ডার-গাভাস্কার ট্রফি আয়োজিত হতে চলেছে। ৪ ম্যাচের টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া দল মঙ্গলবার এবং বুধবার দুটি ব্যাচে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া বুধবার জানিয়েছে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাওয়াজা ভিসা সমস্যার কারণে মঙ্গলবার ভারতের ফ্লাইট মিস করেছেন।

 

উসমান খাওয়াজা ভিসা সমস্যার কারণে অস্ট্রেলিয়ার খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের প্রথম দুই ব্যাচের অংশ ছিলেন না। তিনি বুধবার তার ভিসা পাবেন বলে আশা করা হচ্ছে এবং ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্যকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন। সোমবার সন্ধ্যায় সিডনিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডে সতীর্থদের সঙ্গে অংশ নিয়েছিলেন উসমান খাওয়াজা। অনুষ্ঠানে সেরা পুরুষ টেস্ট খেলোয়াড় হিসেবে শেন ওয়ার্ন পুরস্কার জিতে নেন বাঁহাতি ওপেনার।

 

পাকিস্তানে জন্মগ্রহণকারী উসমান খাওয়াজা ২০১৩ এবং ২০১৭ সালে টেস্ট সফর সহ অতীতে বহুবার ভারত সফরে এসেছেন। এই প্রথমবার নয় যে অস্ট্রেলিয়ান তারকা ভারতের ভিসা পেতে সমস্যার সম্মুখীন হয়েছেন। ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুসারে, ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলার জন্য তাঁর ভিসা প্রত্যাখ্যান করা হয়েছিল। পরে সরকারী কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি সমাধান করা হয়।

 

বুধবার সোশ্যাল মিডিয়ায় উসমান খাওয়াজা নেটফ্লিক্স শো ‘নারকোস’ থেকে একটি ভাইরাল মেম শেয়ার করে লিখেছেন, “আমি আমার ভারতীয় ভিসার জন্য অপেক্ষা করছি… #stranded #dontleaveme #standard #anytimenow।”

 

 

Exit mobile version