।। প্রথম কলকাতা ।।
WTC Final: শুক্রবার ইন্দোরে ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্টে ৯ উইকেটে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া। এবং প্রথম দল হিসেবে জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ডব্লিউটিসি ফাইনালে পৌঁছানোর জন্য অজিদের একটি জয়ের প্রয়োজন ছিল। সিরিজের প্রথম দুই টেস্টে তারা লড়াই করেও পরাজিত হয়েছিল ভারতের কাছে।
ইন্দোর টেস্টে দুরন্ত কামব্যাক করে অস্ট্রেলিয়া। গোটা ম্যাচে স্পিনার নাথান লিয়ন এবং ম্যাট কুহনিম্যান ভারতীয় ব্যাটারদের আধিপত্য বিস্তার করেছিল। তৃতীয় দিনে টেস্ট জিততে সফরকারীদের প্রয়োজন ছিল মাত্র ৭৬ রান। মারনাস লাবুসচেন এবং ট্র্যাভিস হেড ৭৮ রানের জুটি গড়ে ৯ উইকেট বাকি রেখেই অস্ট্রেলিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
ম্যাচের আগে অস্ট্রেলিয়ার ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকায় এক নম্বর স্থানে ছিল। অন্যদিকে ৬৪.০৬ পয়েন্ট নিয়ে ভারত দ্বিতীয় স্থানে অবস্থান ছিল। বর্তমানে ভারতের বিপক্ষে নয় উইকেটের জয়ের পর স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দলটির পয়েন্ট ৬৮.৫২ শতাংশ। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ৬০.২৯ শতাংশ পয়েন্ট নিয়ে এখনও দ্বিতীয় স্থান ধরে রেখেছে।
অন্যান্য দলের ফলাফলের উপর নির্ভর না করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে হলে ৯ মার্চ থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট ভারতকে জিততেই হবে।
তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা (৫৩.৩৩ শতাংশ) তাদের ঘাড় নিঃশ্বাস ফেলছে এবং এই মাসের শেষের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারত হারে বা সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয় এবং অন্যদিকে শ্রীলঙ্কা টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে পরাজিত করলে রোহিত শর্মার দল দ্বিতীয় স্থান হারাবে।
#WTC23 Final bound 🏆
Congratulations Australia. See you in June! 👋 pic.twitter.com/H2YdaWPzYV
— ICC (@ICC) March 3, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম