Border-Gavaskar Trophy: জাদেজা-অশ্বিনের ঘূর্ণিতে কুপোকাত অস্ট্রেলিয়া, ৬ উইকেটে জিতে সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত

।। প্রথম কলকাতা ।।

রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে ভারত বর্ডার-গাভাস্কার ট্রফিতে জয়ের ধারা ধরে রাখল। সেই সঙ্গে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিতবাহিনী। ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের শেষ তিনটি টেস্ট সিরিজ জিতেছে। এই ম্যাচে জয়ে চার টেস্টের সিরিজে ভারত নিশ্চিত করল যে এই সিরিজে তারা হারছে না।

 

অন্যদিকে অস্ট্রেলিয়া প্রায় এক দশক ধরে বর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের স্বাদ পায়নি। শেষবার ২০১৪-১৫ সালে ঘরের মাঠে ২-০ ব্যবধানে বর্ডার-গাভাস্কার সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। গত শনিবার নাগপুরে এক সেশনে ১০ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। এদিনও তার ব্যতিক্রম হল না। রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে ১১৩ রানেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস। মাত্র ৪২ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন ভারতীয় অলরাউন্ডার। তিনটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এক সেশনে ৯ উইকেট হারায় অজি দল।

মাত্র ভারতের কাছে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১১৪। প্রথমেই কেএল রাহুলের উইকেট হারায় ভারত। তবে চেতেশ্বর পূজারকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার কাজে হাত লাগান রোহিত শর্মা। এরপর রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা (৩১)। ক্রিজে থিতু হওয়ার আগেই ফিরে যান বিরাট কোহলি (২০)। কিছু পরেই নাথান লিয়নের বলে সাজঘরে যান শ্রেয়স আইয়ার (১২)। তবে চেতে শ্বর পূজারা (৩১) ও শ্রীকার ভরত (২৩) ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

Exit mobile version