IPL 2023 Mini Auction: শেষ মুহূর্তে কে করবে বাজিমাত! জমে উঠতে চলেছে আইপিএল মিনি নিলামের আসর

।। প্রথম কলকাতা ।।

 

২৩ ডিসেম্বর, শুক্রবার কোচিতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন সংস্করণের মিনি-নিলামের আসর। মিনি নিলামের আগে ৪০৫ জন খেলোয়াড়ের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। যার মধ্যে রয়েছেন ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ বিদেশী খেলোয়াড় রয়েছে। খেলোয়াড়দের যাইহোক, দলগুলির জন্য শুধুমাত্র ৮৭টি স্লট উপলব্ধ রয়েছে, যার মোট পরিমাণ ১৮৩.১৫ কোটি টাকা। মিনি-নিলামের আগে, ফ্র্যাঞ্চাইজিগুলিকে যতটা সম্ভব খেলোয়াড় ধরে রাখার অনুমতি দেওয়া হয়েছিল।

বেশকিছু বিদেশী ক্রিকেটারদের নিয়ে জমে উঠবে আইপিএল নিলামের আসর। যাদের মধ্যে রয়েছেন বেন স্টোকস, স্যাম কুরান, রিলে রোসোউ, হ্যারি ব্রুক ও ক্যামরেন গ্রীণ। এদিন মিনি নিলামের আগে একটি মক নিলামের আয়োজন করা হয়। যেখানে ক্যামরেন গ্রীণ সবচেয়ে বেশি দর পেয়েছেন। ২০ কোটি টাকায় তাকে দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। এরপরই রয়েছেন স্যাম কুরান। তিনি বিক্রি হয়েছেন ১৯.৫ কোটি টাকা। এই মক নিলাম দেখেই বিশেষজ্ঞরা মনে করছেন জমে উঠবে মিনি নিলামের আসর। তবে সবথেকে অবাক করা বিষয়। দল পেলেন না নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। গতবার তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ছিলেন। এবার তাঁকে ছেড়ে দেয় ফ্রাঞ্চাইজি।

Exit mobile version