Border-Gavaskar Trophy: অনিল কুম্বলেকে টপকে দ্রুততম ভারতীয় বোলার হিসেবে ৪৫০ টেস্ট উইকেটের রেকর্ড অশ্বিনের

।। প্রথম কলকাতা ।।

 

৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচে ৪৫০ টেস্ট উইকেট দখল করলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়লেন তিনি। কিংবদন্তি অনিল কুম্বলেকে পিছনে ফেলে ৮৯ টেস্ট ম্যাচে রেকর্ড বুকে নাম তুললেন ভারতীয় এই অফ স্পিনার। নাগপুর টেস্টের ৫৪তম ওভারে অ্যালেক্স ক্যারিকে বোল্ড করে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। ৯৩ টেস্ট ম্যাচে এই নজির গড়েছিলেন অনিল কুম্বলে।

সেই সঙ্গে বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৪৫০তম টেস্ট উইকেটে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর আগে রয়েছে শুধুমাত্র শ্রীলঙ্কার মুথাইয়া মুরালিধরন। ৮০তম টেস্ট ম্যাচে এই কীর্তিটি গড়েছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ান জুটি গ্লেন ম্যাকগ্রা (১০০) এবং শেন ওয়ার্ন (১০১)।

 

নাগপুরে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম টেস্টে ১৭৭ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে ক্রিজে দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটাররা। সর্বোচ্চ ৪৯ রান করেন মার্নাস লাবুশচানে। চোট সারিয়ে পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ৫ উইকেট নিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করেন জাদেজা। তিন উইকেট দখল করেন অশ্বিন। একটি করে উইকেট পান সিরাজ ও শামি।

Exit mobile version