Bengali New Movie Prantik: ফুটবল বেটিংয়ের গল্প বড়পর্দায় আনছেন অরিত্র! ছবির মুখ্যচরিত্রে কে ?

।। প্রথম কলকাতা ।।

Bengali New Movie Prantik: ফুটবল বেটিং-এর গল্প এবার বড়পর্দায়। নতুন ভাবনার ছবি নিয়ে ফিরছেন পরিচালক অরিত্র সেন (Aritra sen)। টলিউডের অন্দরের খবর ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই ছবির শ্যুটিং। কিন্তু এখনও পরিচালক এই ছবির বিষয়ে সেইভাবে কিছু বলতে চাননি। তবে জানা গেছে , ফুটবল বেটিংয়ের এক গল্প ধরা পড়বে এই ছবিতে। ছবির নাম ‘প্রান্তিক'(prantik)।

কোন গল্প ধরা পড়বে এই নতুন ছবিতে?

‘প্রান্তিকে’র গল্প একটি ছেলেকে ঘিরে। চোখে মুখে বিদেশ যাওয়ার স্বপ্ন ছবির মুখ্য চরিত্রের এই ছেলেটির । কিন্তু পরিবারের যে কোনো বিশেষ কারণে সেই স্বপ্ন পূরণ তার ব্যার্থ হয় । ছেলেটির বাবা মারা যাওয়ার পর এমন সময় সঙ্গে আলাপ হয় এক ব্যক্তির। আর সেই ব্যক্তি তার মধ্যে থাকা সুপ্ত প্রতিভা অর্থাৎ অজানা এক গুণকে খুঁজে পান। সেই সুপ্ত প্রতিভাটি হল এমনই যে ছেলেটি যে কোনও ফুটবল ম্যাচের আগেই বলে দিতে পারে কোন দল বিজিত হবে । আর সেই সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে দ্রুত সাফল্য পেতে থাকে সে । কিন্তু এই সব কিছুর মাঝেই একটি ফাঁদে জড়িয়ে পড়ে ছেলেটি। আর এই ফাঁদ থেকেই তার মুক্তি মিলবে কী ভাবে ? তার জীবন সেই চড়াই উৎরাই এর কাহিনীই ফুটে উঠবে এই ছবিতে।

সূত্র বলছে, অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) ছবিটির প্রধান মুখ। অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাবে এই ছেলেটির মেন্টরের চরিত্রে। অতিথি শিল্পী হিসেবে এই ছবিতে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। অর্জুন পরমব্রত ছাড়াও অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, কৌশিক সেন (Kaushik sen), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), ঊষসী রায়, বিদীপ্তা চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং ইশা সাহা অভিনীত অরিত্র সেন পরিচালিত ‘ঘরে ফেরার গান’। অন্যদিকে ‘প্রান্তিক’ কবে মুক্তি পাবে তা এখনও ঠিক হয়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version