Arijit Singh Poushali Banerjee: পৌষালীর সাথে কাজ করার প্রস্তাব অরিজিতের

।। প্রথম কলকাতা ।।

Arijit Singh Poushali Banerjee: সম্প্রীতি অরিজিৎ সিং এর বাড়িতে গিয়ে অরিজিত সিং এর সাথে দেখা করে এসেছে সংগীত শিল্পী পৌষালী ব্যানার্জি। চার বছর ধরে অপেক্ষা করেছে শুধু একবার এই মানুষটির সাথে দেখা করবে। অরিজিৎ সিং এর যিনি গাড়ি চালক তিনিই পৌষালী ব্যানার্জীর গাড়ী চালান। সেই ড্রাইভার এর কাছেই চার বছর ধরে অনুরোধ করেছিল পৌষালী, অবশেষে অপেক্ষার অবসান মুর্শিদাবাদে একটি অনুষ্ঠান করতে গিয়ে অবশেষে অরিজিত সিং এর সঙ্গে দেখা করার পারমিশন পান পৌষালি।

প্রথম কলকাতার সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, অনুষ্ঠানের শেষ গান গাওয়ার আগে তিনি জানতে পারেন অরিজিৎ সিং এর সাথে দেখা করার পারমিশন তিনি পেয়ে গেছেন, তবে তার জন্য তাঁকে দেওয়া হয়েছে একাধিক শর্ত- অরিজিত সিং এর অফিশিয়াল টিমের তরফ থেকে পৌষালীকে জানানো হয় দুজনের বেশি আর কেউ অরিজিৎ সিং এর বাড়িতে ঢুকতে পারবে না। পারমিশন ছাড়া কোন রকম ভিডিও বা ছবি তোলা যাবে না। পৌষালী তখন সমস্ত শর্ততেই রাজি। কারণ তিনি একবার চান অরিজিতের সঙ্গে দেখা করতে। অরিজিৎ সিং এর বাড়িতে যখন পৌষালী পৌঁছায় তখন অরিজিৎ সিং ব্যস্ত একটা গুরুত্বপূর্ণ রেকর্ডিংয়ে। তাই বাড়িতে ঢুকেই প্রথম পৌষালীর সঙ্গে সাক্ষাৎ হয় অরিজিৎ সিং এর স্ত্রী কোয়েলের, যার নম্র ভদ্র ব্যবহারে বাকরুদ্ধ পৌষালী।

আমাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বারবার বলছেন জগত বিখ্যাত একজন সঙ্গীতশিল্পী স্ত্রীর যে এত নম্র ভদ্র ব্যবহার হতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। এরপরই আপ্যায়নের রসগোল্লা খেতে দেয় পৌষালীকে, তবে অরিজিৎ সিং এর সঙ্গে দেখা করবে বলে সেই রসগোল্লাও খেতে ভয় পান শিল্পী। তার কারণ তিনি মনে করেছেন যদি রসগোল্লার রস তার গলায় আটকে যায় আর তিনি যদি অরিজিতের সঙ্গে না কথা বলতে পারেন তাহলে বড্ড মুশকিল হবে। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর অরিজিৎ সিং এসে দেখা করেন পৌষালির সঙ্গে। এসেই দুঃখ প্রকাশ করে অপেক্ষা করানোর জন্য, এরপর তিনি জানতে চান কোন ধরনের গান গায় তিনি। পৌষালীর মুখে মাটির গানের কথা শুনে তিনি বলেন- “চলো তাহলে একসাথে কোন ভালো প্রজেক্ট করি। ফোক গান মাটির গান নিজেদের দেশের গান কে হারাতে দিতে চাই না। নিজেদের গানকে হারানো উচিত নয়।

“অরিজিতের মুখে এই কথা শুনে বেশ কিছুক্ষন স্বপ্নের জগতে বসবাস করেছেন পৌষলী। এরপর অরিজিৎ সিং কে বলেন আমি আপনার সাথে দেখা করব বলে বেশ কিছুদিন ধরে রেওয়াজ করে তবে এসেছি, এই কথা শুনে অরিজিৎ সিং বলে সে কি তুমিও শিল্পী, আমিও শিল্পী, শিল্পীর সাথে শিল্পীর দেখা করতে কি কোন রেওয়াজের দরকার হয়? একান্ত সাক্ষাৎকারে পৌঁছালেই আমাদেরকে বারবার বলছেন বহু মানুষকে চেনে যারা বলেন তাদের মাটিতে পার হয়েছে আসলে থাকে না। কিন্তু এমন একজন মানুষের সাথে আমি দেখা করে এলাম যিনি মুখে বলেন না, যার ব্যবহার কথাবার্তা এবং হাসিতে বোঝা যায় তিনি সত্যি খুবই সাধারণ আর এই সাধারণভাবে থাকাটাই একটা অসাধারণ বিষয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version