খালি পায়ে সিম্পল পঞ্জাবি পরে পাড়ার কালীমন্দিরে অরিজিৎ! মুগ্ধ ভারতবাসী

।। প্রথম কলকাতা ।।

আপনারা তো জানেনই, তারকাদের দেওয়ালি মানেই বিশাল ব্যাপার। আলোর রোশনাই, রাতভর পার্টি। মুম্বইয়ের তারকা হলে তো কথাই নেই।প্রচারের সব আলো থাকে তাঁদেরই দিকে। সে সব ছবিতো দেখে আসছেন বরাবর। কিন্তু এসবের এক্কেবারে বাইরে তিনি। অথচ তাঁকে এক ডাকে চেনে গোটা বিশ্ব। মুম্বইতে কোটি কোটি টাকার বিলাসবহুল বাংলোও রয়েছে তাঁর। সেই তারকাকে যদি আপনার পাশে দাঁড়িয়ে কালী মাকে প্রণাম করতে দেখেন তবে কেমন হয়? নিশ্চয়ই অবাক হবেন আপনি। তবে অবাক হয় না মুর্শিদাবাদ।কারণ যুবকের নাম যে অরিজিৎ সিং। আজও তিনি আদ্যপান্ত জিয়াগঞ্জের ছেলে। আর পাঁচ জনের মতোই কালীপুজোর সন্ধ্যায় পাড়ার মন্দিরে গেলেন তিনি। সবুজ পাঞ্জাবিতে তখন একদম ঘরের ছেলে অরিজিৎ। আর পাঁচজনের মতোই যেন সাধারণ।তাঁর লুকেও নেই কোনও বৈষম্য! কতটা মাটিতে পা রেখে চলেন, তা ভাবতে পারছেন! খালি পায়ে হাতজোড় করে মায়ের কাছে প্রার্থনা করলেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অরিজিতের ফ্যানরা। যা আরও একবার মন জয় করে নিল ভক্তদের।

চাইলেই আর পাঁচজন তারকার মতো মায়ানগরী দিওয়ালি পালন করতে পারতেন। তাঁর মুম্বইয়ের বাড়িতে নামতেই পারতো তারকাদের ঢল। কিন্তু এসব থেকে তিনি দূরে থেকেছেন বরাবর।জিয়াগঞ্জেই সংসার পেতেছেন স্ত্রী ও সন্তানদের নিয়ে। চারপাশে নেই নিরাপত্তা রক্ষী। তাঁকে দেখে বোঝার উপায়ই নেই বর্তমানে তিনি দেশের সবচেয়ে সফল আর সবচেয়ে জনপ্রিয় প্লে- ব্যাক গায়ক।এক্কেবারে মাটির মানুষ। তাঁর আচরণ বরাবরই মুগ্ধ করে অনুরাগীদের। কালীপুজোর দিনেও ব্যতিক্রম নন তিনি। এদিন পাড়ার কালী মন্দির দেখা মিলল গায়কের। খালি পা, পরনে পাঞ্জাবি পাজামা। হাত জোড় করে মায়ের সামনে প্রার্থনা করলেন গায়ক।খানিক্ষণ মন্দিরে দাঁড়িয়ে থাকলেন। আশেপাশে তাঁর পাড়ার মহিলাদের ভিড়। ঘরের ছেলেকে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখল জিয়াগঞ্জ। তাঁরা দেখলেন, অরিজিৎ সিংয়ের সেই সিম্পল লুক আর ঠাকুর ভক্তি। তাঁর মতো একজন বিশিষ্ট গায়কের এই সাধারণ জীবনযাপনটাই তো তাঁকে করে তুলেছে অসাধারণ।

হাওয়াই চটি পায়ে স্কুটি চালিয়ে বাজার করেন তিনি। বাচ্চাদের স্কুলে দাঁড়িয়ে ফি জমা করেন।নিজের হোটেলে বসে কাজে সাহায্য করেন বাকিদের। অরিজিৎ সিং এমনটাই। কনসার্টের জন্য দেশ- বিদেশে তাঁর যাতায়ত অহরহ। বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত সঙ্গীত শিল্পী বাংলার অরিজিৎ সিং। তবুও শিকড়ের টানে জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ ফিরে আসেন সেখানেই। আলোর উৎসব জিয়াগঞ্জেই কাটবে সেটাই যেন স্বাভাবিক ছিল। ঘটলো তেমনটাই। জিয়াগঞ্জর এই ভূমিপুত্রর সাদামাটা জীবন তাই সব সময় থাকে আলোচনায়। তেমনি তাঁর দিল দরিয়া স্বভাবও কারুর অজানা নয়৷ আসমুদ্রহিমাচল বিস্তৃত তাঁর গানের জনপ্রিয়তা। কোনও অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে সুর বাঁধলে কণ্ঠের জাদুতে মোহিত হয়ে যায় সকলে।

অরিজিৎ সিংয়ের কনসার্ট মানেই আকাশছোঁয়া দামে বিকোয় টিকিট। তবুও তাঁর মতো গায়ককে দেখতে পকেটে টান পড়লেও টিকিট কেনার হিড়িক একেবারে চোখে পড়ার মতো। কনসার্টের জন্য তিনি ঘুরে বেড়ান অস্ট্রেলিয়া থেক আমেরিকা। তবুও তাঁর মন পড়ে থাকে জিয়াগঞ্জে। শিকড়ের টানে বারবার ঘরে ফিরে আসেন অরিজিৎ। যেমন এলেন পাড়ার কালীপুজোয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version