Arijit Singh: অরিজিৎ সিং এর নাম ভাঙিয়ে টাকা হাতানোর ফাঁদ? অনলাইনে টিকিট কাটার আগে সাবধান

।। প্রথম কলকাতা ।।

Arijit Singh: প্রথমে কলকাতা তারপর শিলিগুড়ির এবার কি অরিজিৎ সিং এর কনসার্ট এর পালা পশ্চিম মেদিনীপুর ? এমনই খবর বেশ কয়েকদিন ধরেই ভাইরাল বিভিন্ন সামাজিক মাধ্যমে। কিন্তু জনপ্রিয় গায়ক বলে কথা, তাঁর কনসার্ট এর ফেক নিউজ ছড়ানো কি অতই সহজ ব্যপার ? কিন্তু বিষয়টা ঠিক কী ? জানা গেছে, মেদিনীপুর কলেজ গ্রাউন্ডে অরিজিৎ আগামী ১৪ মে পারফর্ম করবেন, সেই পোস্ট ঘুরছে জেলার একাধিক সোশ্যাল মিডিয়া গ্রুপে। কবে, কোথায়, কীভাবে টিকিট টাকা হবে সেই নিয়ে আগ্রহী দেখা গেছে ভক্তদের মধ্যেও । পোস্টারে উল্লেখ রয়েছে আগামী ১৪ মে মেদিনীপুর কলেজ গ্রাউন্ডে শো করতে চলেছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। পোস্টার দেখে ভক্তদের মধ্যে চরম উন্মাদনা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাইরাল হওয়া পোস্টারের সত্যতা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। মূলত, কোনো বড় অনুষ্ঠান হলে বা কোনো গায়ক শো করলে বাধ্যতামূলক পুলিশের বা প্রশাসনিক ভাবে অনুমতি নেওয়া। কিন্তু পশ্চিম মেদিনীপুর পুলিশের কাছে অরিজিৎ সিং এর কনসার্ট এর বিষয়ে অনুমতির জন্য কোনও রকম আবেদন জমা পড়েনি।

উল্লেখ্য, মেদিনীপুরে অরিজিৎ অনুষ্ঠান করলে এতদিনে শহর জুড়ে অনুষ্ঠানের পোস্টার এর ছয়লাপ হয়ে যেত , তেমনটা কিন্তু ঘটেনি। তাই এই কনসার্টের পোস্টার যে ভুয়ো তা বুঝতে অসুবিধা হওয়ার নয় অনেকের মতে। কলকাতার আয়োজকদের মতে, ‘অরিজিৎ সিংয়ের মতো তারকাকে দিয়ে শো করাতে হলে সেক্ষেত্রে অনলাইনে বিশ্বাসযোগ্য ওয়েবসাইটেই টিকিট বিক্রি হবে। তাই যে কোনো পোস্টার দেখেই কাউকে ব্যক্তিগতভাবে টিকিটের জন্য টাকা দেওয়া একেবারেই উচিত নয়।’

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version