Shakib Khan-Arijit Singh: বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ছবিতে গাইছেন অরিজিৎ, মিলল বড় ইঙ্গিত

।। প্রথম কলকাতা ।।

Shakib Khan-Arijit Singh: বাংলাদেশের ছবির জন্য গান গাইছেন অরিজিৎ সিং? শোনা যাচ্ছে, শাকিব খানের আপকামিং ছবির সঙ্গেই যুক্ত অরিজিৎ। এ প্রসঙ্গে এবার বড় ইঙ্গিত দিলেন ঢালিউডের প্রযোজক। অরিজিৎ সিংয়ের কণ্ঠের জাদুতে মুগ্ধ ভারত সহ গোটা বিশ্ব। বাংলাদেশেও কিন্তু শিল্পীর অনুরাগীর সংখ্যা কম নয়। তবে ওপার বাংলার খুব বেশি ছবির জন্য গান রেকর্ড করেননি সুরের এই জাদুগর। হাতেগোনা কিছু ঢালিউডি সিনেমায় গান গেয়েছেন তিনি। তবে এবার নাকি বাংলাদেশের আরও একটি ছবিতে গান গাইতে পারেন অরিজিৎ সিং।

ভারতে তার ভক্ত সংখ্যা অগণিত তবে জিয়াগঞ্জের ভূমিপুত্রের গুণের সংখ্যা ওপর বাংলাতেও কম নয়।
বাংলাদেশে অরিজিতের সুরেলা কন্ঠের ফ্যান অজস্র। বাংলাদেশের হাতে গোনা কয়েকটি ছবিতে গানও গেয়েছেন অরিজিৎ সিং। তবে হালে সেভাবে বাংলাদেশের ছবিতে শোনা যায়নি অরিজিৎ কণ্ঠ। এবার অপেক্ষার অবসান, শাকিব খান অভিনীত ছবিতে গান গাইবেন শিল্পী। বিষয়টি নিয়ে অনেকদিন ধরে জল্পনা চলছে। এই ছবির নির্মাতারা অফিসিয়ালি এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা ওই সিনেমার। যা মুক্তি পেলে জানা যাবে অরিজিৎ আদৌ শাকিবের ফিল্মের জন্য গান গেয়েছেন কিনা।
এদিকে এই ছবিতে অরিজিতের গান থাকার সম্ভাবনা তুঙ্গে উঠতে ঢালিউডের বিশিষ্ট প্রযোজক তথা পরিচালক অনন্য মামুন ফেসবুকে ইঙ্গিতবাহী একটি পোস্ট করেছেন। কী ছিল সেই পোস্টে?

জানা গেছে মামুন জানিয়েছিলেন, সিনেমায় একটা মাত্র রোম্যান্টিক সং। আমারও একমাত্র পছন্দের শিল্পী অরিজিৎ সিং। শাকিব খানকে নিয়ে নয়া একটি সিনেমার কাজ শুরু করতে চলেছেন মামুন।
ফলে সকলে বুঝে যান তাঁর আপকামিং ছবিতে অরিজিতের গান থাকছে। মামুনের আপকামিং ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকেই সিনেমার শ্যুটিং শুরু করবেন তিনি। বাংলাদেশ নয়, ভারতেই শ্যুট হতে চলেছে এই সিনেমার। বেনারস থেকেই শাকিব-মামুনের ছবির শ্যুটিং শুরু হবে। ওই ছবিতে শাকিবের বিপরীতে বলিউডের জনপ্রিয় কোনও নায়িকা কাজ করতে পারেন বলে শোনা যাচ্ছিল। সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, নেহা শর্মা ওই ছবিতে শাকিবের নায়িকা। তবে এই খবরে কতটা সত্যতা রয়েছে তা জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশের শিকারি ছবিতে কাজ করেছিলেন অরিজিৎ সিং। তবে সেটি ভারত এবং বাংলাদেশের যৌথ প্রজেক্ট ছিল। ওই সিনেমায় ‘আর কোনও কথা না বলে’ গানটি গেয়েছিলেন শিল্পী। যা রোম্যান্টিক ঘরানার ছিল। এছাড়াও ওই ছবির জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মম চিত্তে’ গানটির একটি ভার্সনে কণ্ঠ দিয়েছিলেন অরিজিৎ। মন জিতেছিলেন দু’টি গানেই। প্রসঙ্গত, বর্তমানে একের পর এক কনসার্টের পাশাপাশি নতুন গান রেকর্ডও করছেন অরিজিৎ সিং। সম্প্রতি জসলিন রয়্যালের সঙ্গে আরও একটি গান রেকর্ড করতে চলেছেন তিনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version