Arijit-Rupam: গানে গানে মঞ্চ কাপালেন অরিজিৎ, দর্শক আসনে ‘ফসিলস’ ম্যানিয়ায় বুঁদ সকলেই

।। প্রথম কলকাতা।।

Arijit-Rupam: সুরের দুনিয়ার জাদুকর বললে তাঁকে ভুল বলা হবে না। তাঁর কন্ঠে সুর খেলা করে। আর তাঁর কনসার্ট থাকা মানেই সেখানে থাকবে জনসাধারণের উপচে পড়া ভিড়। যতবার কলকাতায় তাঁর কনসার্ট হয়েছে, ততবার একই দৃশ্য নজরে এসেছে। তবে এবার তাঁর সঙ্গে মঞ্চ মাতিয়েছেন আরও একজন ব্যক্তিত্ব। গতকাল ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকায় ছিল অরিজিৎ সিং-এর (Arijit Singh) কনসার্ট। আর সেই কনসার্টের মাঝেই হঠাৎ কানে আসে ‘আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই…’। না মঞ্চে ছিলেন অরিজিৎই। আর রূপম (Rupam Islam) ছিলেন দর্শকাসনে। সেখান থেকেই অরিজিতের গানে গলা মেলালেন তিনিও। দু’জনের গলা একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল। আর তাঁদের গানে ভেসে গেলেন দর্শকরাও।

পরবর্তীতে মঞ্চ থেকে অরিজিৎ-এর চিৎকার, ‘রূপম ইসলাম ইজ ইয়ার…’, পাল্টা মাইক্রোফোন হাতে দর্শকাসন থেকে ধন্যবাদ বার্তা উঠে এলো। এই মুহূর্ত লেন্সবন্দি হয়ে উঠে এসেছে নেট মাধ্যমে। আর সেটা অস্বাভাবিক কিছু নয়। এদিনের সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রূপম লিখলেন, ‘থ্যাঙ্ক ইউ অরিজিৎ, তোমাকে অনেক অনেক ভালোবাসা। এই প্রথম আমাদের সামনাসামনি দ্যাখা হল। তাও আবার গানে গানে। এর চেয়ে ভালো আর কী হতে পারতো! গোটা অনুষ্ঠানটা দুর্দান্ত ছিল, দারুণ আনন্দ করেছি। বিশেষ করে তোমার গলায় ‘ভূত আর তিলোত্তমা’- শেষ পাতে ছিল উপরি পাওনা। আবারও হবে’।

এদিন গায়কের এই পোস্টে বয়ে গিয়েছে মন্তব্যের বন্যা। কেউ সেই পোস্টে লিখেছেন, ‘অসাধারণ এক মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম’। কেউ আবার বলেছেন, ‘এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এটা ফসিলসের কনসার্ট’। কারোর কথায়, ‘একসঙ্গে দু’জন প্রিয় মানুষের গান শুনতে পারবো ভাবিনি’। কেউ আবার বলেছেন, ‘প্রিয় গান প্রিয় গায়ক প্রিয় শহর অরিজিত সিং ও রূপম ইসলাম একসঙ্গে। পুরো ইতিহাস কলকাতার (Kolkata) বুকে। দারুণ দারুণ… জাস্ট বর্ণনা করার ভাষা পাচ্ছি না’। প্রথমে এই কনসার্ট কোথায় হবে, তাই নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। অবশেষে গতকাল ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকা (Arijit Singh in Aquatica) তাঁর গানের সুরে মজেছিল। অরিজিতের কলকাতা কনসার্টের প্রচার করতে দেখা গিয়েছিল রূপম ইসলামকে। সোশ্যাল মিডিয়ায় অরিজিতের লাইভ শো’র পোস্টার শেয়ার করেছিলেন গায়ক। লিখেছিলেন, ‘এর আগে আমি অরিজিতের শহরে পারফর্ম করেছি। সেই নিয়ে অনেক মধুর স্মৃতি রয়েছে, যা আজও টাটকা। সেইসঙ্গে অরিজিতের মায়ের সঙ্গে আলাপ হওয়া বড় প্রাপ্তি ছিল। তিনি আজ নেই, স্মৃতিটুকু রয়ে গিয়েছে। এবার অরিজিৎ আমার শহর মাতাতে আসছে আরও একবার। আমি অবশ্যই থাকব দর্শক-শ্রোতা হিসেবে। জানি দারুন একটা কনসার্ট দেখব’। এর পর কনসার্টের মাঝে অরিজিতের সঙ্গে রূপমের গলা ভেসে ওঠে দর্শকদের কানে। আনন্দের সীমা থাকে না ভক্তদের। তাঁদের জন্য অরিজিৎ-এর সঙ্গে উপরি পাওনা হিসেবে ছিল রূপম ইসলাম।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version