FIFA World Cup 2022 : আর্জেন্টিনার বাধা মেক্সিকোর দুর্ভেদ্য প্রাচীর ওচোয়া, জাদুকর আখ্যা দিলেন মেসিকে

।। প্রথম কলকাতা ।।

 

ক্লাব ফুটবলে তেমন নাম শোনা না গেলেও বিশ্বকাপের মঞ্চে তিনি বরাবরই প্রচারের আলোয় থাকেন। ইংলিশ প্রিমিয়ার লিগ হোক বা লা লিগার বড় ক্লাবগুলো তো দূরঅস্ত, ইউরোপের ছোট ক্লাবগুলোতেও তাঁর কোন অস্তিত্ব নেই। তবু নিজেকে দেশের জার্সিতে নিঙরে দিতে সদা প্রস্তুত থাকেন। হয়তো বুঝতে পারছেন কার কথা বলছি। মেক্সিকোর দুর্ভেদ্য প্রাচীর গুইলারমো ওচোয়া। বিগত কয়েক বছরে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে গোলরক্ষকদের কথা এলে তাঁর নাম আসবে না এটা হতে পারে না। গত কয়েক বছরে মেক্সিকোর দুর্গে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছেন ওচোয়া। তাকে টপকে মেক্সিকোর জাল খুঁজে নেওয়া বিপক্ষ দলের কাছে অত্যন্ত কঠিন। প্রতি চার বছর অন্তর চর্চায় আসেন তিনি। বিশ্বকাপের মঞ্চ রাঙানোয় যেন তাঁর একমাত্র অভিপ্রায়। বড় মঞ্চে ওচোয়াকে কোনদিন খালি হাতে ফেরাননি ফুটবল দেবতা।

 

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে প্রচারের আলোয় আসেন মেক্সিকোর এই গোলরক্ষক। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে দলে থাকলেও সুযোগ পাননি প্রথম একাদশে। সেইবার ব্রাজিলের ঘরের মাঠে আটকে দিয়েছিলেন সেলকাওদের। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে দুর্দান্ত কিছু সেভ করে চর্চায় আসেন ওচোয়া। চলতি কাতার বিশ্বকাপেও ওচোয়া তাঁর ঝলক দেখিয়েছেন। বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে বর্তমান সময়ের সেরা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কির ‘লেভার পেনাল্টি’ রুখে দিয়ে হার বাঁচিয়েছেন। এমন ভাবে ডানদিকে ঝাঁপিয়ে পেনাল্টি বাঁচালেন যেন ফ্রেমে বাঁধিয়ে রাখার মতন।

 

১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে অস্কার বনফিলিওর পর মেক্সিকোর গোলরক্ষক হিসেবে পেনাল্টি রুখে দেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন ওচোয়া। বার্সেলোনা স্ট্রাইকারকে খলনায়ক বানিয়ে গোল শূন্য সমতায় ম্যাচ শেষ করে হয়ে উঠেছেন ম্যাচের নায়ক। বুঝিয়ে দিয়েছেন ক্যারিয়ারের শেষ লগ্নে এসেও পঞ্চম বিশ্বকাপে তিনি মেক্সিকোর প্রাচীর হয়ে উঠতে পারেন। পোল্যান্ড ম্যাচের আত্মবিশ্বাস থেকেই এবার মেসিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান মেক্সিকোর প্রাণভোমরা।

 

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বিশ্বজয়ের অন্যতম দাবিদার লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে ওচোয়ার মেক্সিকো। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে লিওনেল স্কোলানির দলের। ম্যাচে ছন্দ খুঁজে পাননি আলবিসেলেস্তেদের প্রাণভোমরা লিওনেল মেসি। লড়াইয়ে টিকে থাকতে বাকি দুটো ম্যাচে জয় ছাড়া আর কোন উপায় নেই আর্জেন্টিনার। তাই মেক্সিকোর বিরুদ্ধে জয় অন্য কিছু ভাবছে না মেসির দল। আরবের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন লিওনেল মেসি। তবে তিনি সেটা কতটা পূরণ করতে পারবেন সেটা সময় বলবে। কারণ সামনে যে মেক্সিকোর দুর্ভেদ্য প্রাচীর ওচোয়া রয়েছেন।

 

ওচোয়া অবশ্য সমীহ করে চলেছেন মেসিকে। কারণ বর্তমান প্রজন্মের মহাতারকাদের অন্যতম তিনি। তাই আর্জেন্টিনা ম্যাচের আগে মেসিকে জাদুকর আখ্যা দিলেন মেক্সিকো অধিনায়ক। বললেন, “আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে এবং দাঁড়াতে প্রস্তুত। মেসির সেই জাদু আছে, মনে হবে সে কিছুই করতে পারবে না, পরের মিনিটে সে সবকিছু সমাধান করতে পারে এবং গোল করতে পারে। এটি একটি চমৎকার চ্যালেঞ্জ হতে যাচ্ছে। মোটেও সহজ হবে না।”

 

তিনি পালিয়ে নয়, লড়াই করে জিততে চান সেই বার্তাও দিয়ে রাখলেন ওচোয়া। “বিশ্ব ও ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসির বিরুদ্ধে বিশ্বকাপের চেয়ে ভালো মঞ্চ আর কী হতে পারে, যদি সেরা না হয়। আমি এটা পছন্দ করি না, ‘আরে, আমি অমুকের বিরুদ্ধে খেলতে চাই না কারণ এটা খুব কঠিন’। উল্টো আমি তাদের বিপক্ষে বিশ্বকাপে খেলতে চাই। আমি একটা ভালো খেলা খেলতে চাই এবং তাদের হারাতে চাই।”

Exit mobile version