FIFA World Cup 2022: কঠিন সমীকরণে আর্জেন্টিনা, স্যুইট সিক্সটিনে এন্ট্রি নিতে কি পারবে মেসিরা ?

।। প্রথম কলকাতা ।।

 

ফিফা নক আউটে পৌঁছতে পারবে আর্জেন্টিনা? আজই তো অগ্নিপরীক্ষা চার দলের। বিশ্বকাপের শেষ ১৬-য় যাওয়ার নিয়ম কী? কীভাবে কোন কৌশলে আর্জেন্টিনা পৌঁছতে পারে টপ সিক্সটিনে? গোল পার্থক্য আজ কার ভাগ্যের চাকা ঘোরাবে? যত ঘড়ির কাঁটা এগোচ্ছে উত্তেজনা-টেনশন-উদ্বেগ বাড়ছে ততটাই৷ কাতারের মাটি আজ কাদের ভাগ্যে সহায় হবে? ফাইনাল রাউন্ডে আজ মাঠে নামছে আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। লড়াই একেবারে নক আউট স্টেজে যাওয়ার। কিন্তু জানেন কী আর্জেন্টিনা কৌশল পার্টিকুলার এই ম্যাচে কি রয়েছে? হেরে গিয়েও কিভাবে শাপ বর হতে পারে আজকের ম্যাচ?

 

ক্ষমতায় পুঁচকে সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই হার মেনে নিতে বুকে ব্যাথাই পেয়েছিল তাদের অনুগামীরা৷ কিন্তু আজও সৌদি আরব৷ জিতলে কেল্লাফতে৷ পরিস্থিতি যদি তেমন হয় তাহলে কি সৌদিরাই ভাগ্য নির্ধারণ করবে আর্জেন্টিনার? আর্জেন্টিনা বনাম পোল্যান্ড, সৌদি আরব বনাম মেক্সিকো৷ টেলিভিশনের সামনে থেকে আজ নড়বে না ফুটবলপ্রেমীরা৷ কিন্তু আসল প্রশ্ন হল, কী ভাবে আর্জেন্টিনা রাউন্ড ১৬-তে উঠতে পারে? ফুটবল বিশেষজ্ঞরা বলছেন,পোল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা জিতলেই নক আউট রাউন্ডে চলে যাবে। কিন্তু টপ সিক্সটিনে পৌঁছনোর পথ খালি একটাই নয়৷ রয়েছে আরও উপায়৷ যদি মেক্সিকো ও সৌদি আরবের ম্যাচ ড্র হয়। তাহলে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ ড্র অসুবিধা নেই আর্জেন্টিনার।

 

কিন্তু যদি আর্জেন্টিনা ড্র করে ওদিকে সৌদি আরব জিতে যায় তাহলে আর্জেন্টিনা ছিটকে যাবে৷ অন্যদিকে, আর্জেন্টিনা ড্র করলে এবং মেক্সিকো জিতলে সমীকরণ চলে যাবে গোল ব্যবধানে, তবে পোল্যান্ডের বিরুদ্ধে হারলে(আর কোনও কথা নেই সোজা) ছিটকে যাবে আর্জেন্টিনা। এদিকে সৌদি আরবই যখন আজকের ম্যাচের অনেকটা লাইমলাইট ছিনিয়ে নিচ্ছেন তখন, বলতেই হয় মেক্সিকোর বিরুদ্ধে জিতলে সৌদি আরবের রাউন্ড অফ ১৬-তে যাওয়ার সম্ভাবনা পাকা।

 

এদিকে পোল্যান্ড যদি আর্জেন্টিনাকে হারিয়ে দেয়, তাহলেও সৌদি আরব ড্র করলেও শেষ ১৬-তে যাওয়া পাকা। তবে সৌদি আরব হেরে গেলে আর রক্ষে নেই। ফিফার নিয়ম বলছে, গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। সেই ম্যাচগুলি শেষে দু’টি করে দল যাবে নক আউট পর্বে। যদি গ্রুপ পর্বের ম্যাচে কোনও দলের পয়েন্ট সমান হয়, তা হলে গোলপার্থক্যে এগিয়ে থাকা দল যাবে পরের পর্বে। সেটাও যদি সমান হয় তা হলে যে দল বেশি গোল করেছে সেই দল যাবে পরের পর্বে। আর যদি সেটাও সমান হয় তাহলে? তাহলে কি হবে? আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী ফিফার নিয়ম বলছে,

 

তা হলে যে দুই দলের গ্রুপ পর্বের ম্যাচের পরিসংখ্যান দেখা হবে, তাতেও যদি পয়েন্ট এবং গোল সমান হয় তা হলে দেখা হবে কোন দল বেশি নিয়ম মেনে ফুটবল খেলেছে। তাই অঙ্ক কষেই ময়দানে নামবে চার দল৷ তবে আর্জেন্টিনা কোন ম্যাজিক দেখায় সেটাই দেখার৷

Exit mobile version