FIFA World Cup 2022: মেসির রাঙানো মঞ্চে মেক্সিকোকে হারাল আর্জেন্টিনা

।। প্রথম কলকাতা ।।

 

প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হার। আত্মবিশ্বাস ঠেকেছিল তলানিতে। মেক্সিকোর বিরুদ্ধে হারলেই বিদায় নিশ্চিত ছিল আর্জেন্টিনার। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি জ্বলে উঠবে না তা কি হয়। তিনি যে বিগ ম্যাচ উইনার। আর হলোও তাই। দেরিতে হলেও জ্বলে উঠলেন লিও। সমর্থকদের স্বপ্ন বাঁচাতে করলেন গোলও। সেই সঙ্গে শেষ ষোলোর লড়াইয়ে টিকে রইল আর্জেন্টিনা।

 

ম্যাচের শুরু থেকে আক্রমণই সাজাতে পারেনি আর্জেন্টিনা। একের পর এক ভুল পাসে নিজেদেরকেই খুঁজে ফিরল মেসি-ডি মরিয়ারা। আর্জেন্টিনার খেলার মধ্যে ছিল না কোন পরিকল্পনার ছাপ। যেন মনে হল গত ম্যাচের হারের রেশ কাটিয়ে উঠতে পারেনি লিওনেল স্কোলানির দল। প্রথমার্ধে গোলের লক্ষ্যে একটিও শট রাখতে পারেনি আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের ছন্নছাড়া খেলার সুবিধা নিতে ব্যর্থ মেক্সিকো। যার ফলে প্রথমার্ধ শেষ গোলশূন্যভাবে।

 

দ্বিতীয়ার্ধে নিজেদের খোলস ছেড়ে বের হয় আর্জেন্টিনা। মেক্সিকোর দূর্গে তুলতে থাকে আক্রমণের ঝাঁঝ। যার সুফল পেতেও দেরি হয়নি আলবিসেলেস্তেদের। ৬৪ মিনিটে মেসি মাজিকে এগিয়ে যায় আর্জেন্টিনা। দূরপাল্লার শটে ওচোয়াকে পরাস্ত করেন আর্জেন্টাইন সুপারস্টার। সেইসঙ্গে বিশ্বকাপের মঞ্চে করে ফেললেন আটটি গোল। জায়গা করে নিলেন মারাদোনার সঙ্গে একই আসনে। দেশের জার্সিতে করলেন ৯৩ গোল। আক্রমণের ধার বাড়াতে রদ্রিগেজকে বসিয়ে এনসো ফার্নান্দেজকে মাঠে নামান স্কোলানি। ৮৭ মিনিটে চোখ ধাঁধানো এক শটে ম্যাচের নিষ্পত্তি করে দেন ফার্নান্দেজ।

Exit mobile version