Anumita Dutta: শ্যুটিংয়ের মাঝেই স্ট্রোক হয় অনুমিতার! এখন কেমন আছেন অভিনেত্রী?

।। প্রথম কলকাতা।।

Anumita Dutta: শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝে খেয়াল রাখতে পারেননি নিজের শরীরের। ধারাবাহিকে কাজ করা মানে টানা শ্যুটিং করতে হয় তারকাদের। বলতে গেলে, অফ ডে ছাড়া প্রত্যেকের প্রায় প্রত্যেক দিনই কল টাইম থাকে। আর ছুটিতে ধারাবাহিকের কাজ না থাকলেও আনুষাঙ্গিক কাজ সারেন অভিনেতারা। এতে প্রচুর ধকল যায় তারকাদের মধ্যে দিয়ে। কিন্তু কাজটাকে তাঁরা ভালবাসেন বলেই, আর দর্শকদের কাছ থেকে এত ভালোবাসা পান বলেই এই প্রেসারটা কোনও কিছু নয় তাঁদের কাছে। আর তাই ছোটখাটো শরীর খারাপের তোয়াক্কা করেন না কেউই। কিন্তু কখন যে সেই ছোট জিনিসটা বড় আকার ধারণ করে, তা কে বলতে পারে। গত তিন মাস ধরে জ্বরে ভুগছিলেন অভিনেত্রী অনুমিতা দত্ত (Anumita Dutta)। কিন্তু তাতে বিশেষ পাত্তা দেননি তিনি। নিজের শ্যুটিং জারি রেখেছিলেন অভিনেত্রী। এর‌পর আচমকা একদিন শ্যুটিংয়ের মাঝে হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপের সমস্যাও দেখা দেয়। তড়িঘড়ি সেট থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা যায়, মাইল্ড স্ট্রোক হয়েছে তাঁর। সেইসঙ্গে চিকিৎসক বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি।

এরকম প্রায়ই নিজেদের শরীর খারাপকে নেগলেট করে থাকেন তারকারা। আর তার পর তা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। অনুমিতাকে দেখে চিকিৎসক তাঁকে এক মাস বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। একমাস চিকিৎসকদের কড়া নজরদারিতে থাকার পর কাজে যোগ দিয়েছেন তিনি। ‘জি ২৪ ঘন্টা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁর বক্তব্য, মানসিক শক্তির জেরেই সুস্থ হয়েছেন। তবে এখনও চিকিৎসকদের কড়া নিয়মের মধ্যেই রয়েছেন। শ্যুটিং ছাড়া একটুও থাকতে পারেন না বলে, অসুস্থ শরীর নিয়েও নিজের কাজ চালিয়ে গিয়েছেন। তাঁকে ডাক্তার এক মাস বিশ্রাম দিলেও, সেটে ফেরার জন্য অস্থির হয়ে পড়েছিলেন অভিনেত্রী।

এর পর তাঁর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সেটে এসে শুধু বিশেষ কিছু দৃশ্যের শ্যুটিং করতেন। যদিও এটা প্রথম নয়, এর আগেও গুরুতর অসুস্থ হয়েছিলেন অনুমিতা। স্তনে টিউমার হয়েছিল অভিনেত্রীর। প্রথমে ডাক্তার অপারেশনের পরামর্শ দিলেও, ওষুধেই কাজ হয়ে যায়। এখন চুটিয়ে শ্যুটিং করছেন তিনি। ‘পাণ্ডব গোয়েন্দা’ সিরিয়ালের হাত ধরে দর্শকদের কাছে পরিচিতি পান। এই মুহূর্তে সান বাংলার ‘সাথী’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version