AUS vs SA: মেলবোর্নে স্পাইডার ক্যামের ধাক্কায় কাঁধে আঘাত পেলেন অ্যানরিখ নর্টজে

।। প্রথম কলকাতা ।।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে স্পাইডার ক্যামের ধাক্কায় আহত হন দক্ষিণ আফ্রিকান পেসার অ্যানরিখ নর্টজে। সৌভাগ্যবশত, মাটিতে ছিটকে পড়ার পরে কোনও গুরুতর আঘাত পাননি। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে মিড-উইকেট অঞ্চলে অবস্থানরত নর্টজে মাঠের অবস্থান নিতে পিছনে হাঁটছিলেন, ঠিক তখনই পিছন থেকে স্পাইডার ক্যামে কাঁধে আঘাত পান।

ক্যামেরায় ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান দক্ষিণ আফ্রিকান পেসার। সৌভাগ্যবশত, স্পাইডার ক্যামটি নর্টজের মাথায় আঘাত করেনি কারণ এটি যথেষ্ট গতিতে তারের মাধ্যমে যাতায়াত করছিল। ঘটনার পরই অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ নর্টজের দিকে ছুটে যান। পিছন থেকে ক্যামেরায় আঘাত পেয়ে হতবাক হয়ে যান দক্ষিণ আফ্রিকান পেসার।

 

দুর্ঘটনা থেকে সুস্থ হয়ে ওঠেন তিনি। দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকান পেসার ১৬ ওভার বল করেন এবং চূড়ান্ত সেশনে ৮৫ রানে স্টিভ স্মিথের উইকেট তুলে নেন। নর্টজের দক্ষিণ আফ্রিকাকে স্মিথ এবং ডাবল সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নারের মধ্যে ২৩৯ রানের জুটি ভাঙতে সাহায্য করেন।

Exit mobile version