Vikram Gokhle Death: ফের নক্ষত্র পতন বলিউডে, প্রয়াত প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে

।। প্রথম কলকাতা।।

Vikram Gokhle: প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। শনিবার পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। বিগত বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন ৭৭ বছর বয়সী এই অভিনেতা। এরপর ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হলেও শেষ রক্ষা হল না।

শুক্রবারের চেয়ে শনিবার তাঁর স্বাস্থ্যের আরও অবনতি ঘটে। এরপর টানা ১৮ দিনের লড়াই শেষে হার মানলেন প্রবীণ অভিনেতা। বুধবার মাঝরাতে রটে গিয়েছিল মৃত্যু হয়েছে তাঁর। শোকপ্রকাশ করেছিলেন একাধিক তারকা। এমনকি বিভিন্ন সংবাদমাধ্যমও তাঁর প্রয়াণের খবরে শিলমোহর দিয়েছিল। পরবর্তীতে বর্ষীয়ান অভিনেতার স্ত্রী ও কন্যা জানান, ভেন্টিলেশনে রয়েছেন তিনি। এখনও লড়ে চলেছেন।

১৯৯০-এ অমিতাভ বচ্চন অভিনীত ‘অগ্নিপথ’ এবং সলমন-ঐশ্বর্য অভিনীত ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯)-এর মতো সিনেমায় কাজ করেছেন গোখলে। বেশ কয়েকটি মারাঠি ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। দীর্ঘ ৫০ বছরের অভিনয় কেরিয়ারে কাজ করেছেন ছোট পর্দাতেও। বলিউড হারালো আরও একজন আইকনিক অভিনেতাকে। ১৯৪০-এর ১৪ নভেম্বর জন্ম হয় বিক্রম গোখলের। তাঁর পরিবারের অনেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ঠাকুমা ছিলেন একজন অভিনেত্রী, বাবা চন্দ্রকান্ত গোখলে মারাঠি ছবি ও থিয়েটারের একজন অভিনেতা ছিলেন। এমনকি তাঁর প্রপিতামহী দুর্গাবাই কামাথ ছিলেন ভারতীয় চলচ্চিত্রের প্রথম অভিনেত্রী। বলতে গেলে, অভিনয় তাঁর রক্তে।

পুণেতে স্ত্রীর সঙ্গে থাকতেন বিক্রম গোখলে। সেখানে একটি অভিনয় অ্যাকাডেমী চালাতেন অভিনেতা। অভিনেতার প্রথম ছবি ছিল অমিতাভ বচ্চন-এর সঙ্গে ‘পরওয়ানা’। এছাড়া ‘মিশন মঙ্গল’, ‘হিচকি’, ‘দিল সে’র মতো ছবিতে তাঁর অভিনয় প্রতিভা নজরে এসেছে দর্শকদের। মারাঠি ছবি ‘অনুমতি’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। শেষবার মারাঠি ছবি ‘গোদাবরী’তে দেখা গিয়েছে তাঁকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version