প্রত্যাবর্তনের আর এক নাম মহম্মদ শামি, অভিমান কী তবে ভাঙল শামির?

।। প্রথম কলকাতা ।।

কামব্যাক হয়তো একেই বলে! বিশ্ব ক্রিকেটকে দেখিয়ে দিলেন ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। প্রথম চার ম্যাচে দলে জায়গা পাননি। পঞ্চম ম্যাচে সুযোগ পেয়েই তা কাজে লাগালেন মহম্মদ শামি। এদিন বিশ্বকাপের প্রথম বলেই নিজের জাত চিনিয়েছেন। তাঁর বিষাক্ত ডেলিভারিতে তুলে নিয়েছেন পাঁচ পাঁচটা উইকেট। স্বমহিমায় বিশ্বকাপে কামব্যাক করেছেন ভারতের অভিজ্ঞ এই পেসার। আর প্রত্যাবর্তন ম্যাচে কী পারফরম্যান্সটাই না করলেন। চমকে দিলেন ক্রিকেট বিশ্বকে। একেই তো বলে কামব্যাক। পাশাপাশি নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন মহম্মদ শামি। তাঁর ৫ উইকেটের দাপটে ২৭৩ রানে নিউজিল্যান্ডকে আটকে দিয়েছে ভারত।

প্রসঙ্গত, চলতি বিশ্বকাপের প্রথম চার ম্যাচে দলে জায়গা হয়নি মহম্মদ শামির। মহম্মদ শামিকে কেন টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাখা হচ্ছে না, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছিল। এমনকি বিশ্বকাপ শুরুর পর থেকে প্রথম একাদশে শামিকে দেখতে না পেয়ে বিস্মিত হয়েছেন বহু ক্রিকেট বিশেষজ্ঞও। কারণটা খুবই স্বাভাবিক, গত দুই বিশ্বকাপে শামি যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিলেন। এমন একজন অভিজ্ঞ বোলারকে দলের প্রথম একাদশের বাইরে রাখলে কথা তো উঠবেই! তবে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, তিনি দলের উইনিং কম্বিনেশন কোনও পরিস্থিতিতেই পরিবর্তন করবেন না।

অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পান দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁর পরিবর্তে ভারতীয় ক্রিকেট দলে জোড়া পরিবর্তন করতে হয়। আর সেই জায়গায় ভারতের প্রথম একাদশে আসেন মহম্মদ শামি। শুধু আসেন বললে ভুল হবে। ম্যাচের প্রচারের সমস্ত আলো টুকু কেড়ে নিলেন তিনি। ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকার জানিয়েছিলেন, যে ভারতীয় ক্রিকেট দলে ৮ নম্বরে অলরাউন্ডারের দরকার নেই। সেই জায়গায় দাঁড়িয়ে শার্দূল ঠাকুরের পরিবর্তে মহম্মদ শামিকে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে নেওয়া উচিত। তবে গাভাসকারের এই মতামতকে যে টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক যে গুরুত্ব দিয়েছে, তা বলা যেতেই পারে।

এদিন প্রথম বলে উইকেট পেয়ে নতুন নজির গড়েছেন বাংলার পেসার। ভারতীয় হিসাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় পিছনে ফেলে দিয়েছেন অনিল কুম্বলেকে। ওয়ানডে বিশ্বকাপে বর্তমানে শামির উইকেট সংখ্যা ৩২। সবমিলিয়ে এখনও পর্যন্ত বিশ্বকাপে ১২টি ম্যাচ খেলেছেন তিনি। প্রথম চার ম্যাচে সুযোগ না পেয়ে দলের উপর অভিমান হয়েছিল শামির। অভিমান কী অবশেষে ভাঙল শামির? উত্তর দিলেন নিজেই। প্রশ্নের জবাবে ভারতীয় পেসার বলেন, যদি দল ভাল খেলে তা হলে সবার কাজ দলের পাশে দাঁড়ানো। যারা খেলছে তাদের সাহায্য করা। নিজের সুযোগের জন্য অপেক্ষা করা। আমি সেটাই করেছি। কারণ, নিজের থেকে দলের হয়ে ভাল খেলা বেশি গুরুত্বপূর্ণ। আমি সেটাই মনে করি।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version