Anjan Dutta: সঙ্গীতের দরুন বাঙালির আরও কাছে পৌঁছেছেন, জন্মদিনে অঞ্জন দত্ত

।। প্রথম কলকাতা ।।

Anjan Dutta: আজ ১৯ জানুয়ারি, অঞ্জন দত্তের জন্মদিন। একজন বাঙালি সঙ্গীত শিল্পী, চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক তিনি। তবে সাধারণের কাছে বেশি পরিচিত গানের কারণে। তাঁর গান তাঁকে পৌঁছে দিয়েছে বাঙালির ঘরে ঘরে। তাঁর গানে কখনও প্রকাশ পেয়েছে, অফিস ফেরত ক্লান্ত মধ্যবিত্তের আশা-আকাঙ্ক্ষা, আবার কখনও ফুটপাথে স্নান করা এক ছেলের উচ্ছ্বাস।

পশ্চিমের গানের প্রতি ছোটবেলা থেকেই তাঁর আগ্রহ ছিল। এর পর ১৯৯৪-এ প্রথম গানের জগতে পা রাখেন অঞ্জন দত্ত (Anjan Dutta)। তাঁর প্রথম অ্যালবামের নাম ‘শুনতে কি চাও’। বাঙালিদের কাছে যদিও তিনি প্রথম অভিনেতা হিসেবেই পরিচিতি পান। ‘ওপেন থিয়েটার’ নামক নাটকের দলে কাজ করার সঙ্গে সঙ্গে সিনেমার দুনিয়াতেও কাজ করা শুরু করেন অঞ্জন বাবু। মৃণাল সেনের (Mrinal Sen) ‘চালচিত্র’-এ তাঁর অভিনয় বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। কিন্তু তাঁর ডেবিউ ছবি কোনওদিনই বাণিজ্যিকভাবে প্রেক্ষাগৃহে রিলিজ করেনি। মৃণাল সেনের বেশিরভাগ ছবিতেই শহরের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের কথা উঠে এসেছে। তেমনই একটি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন বাবু। ১৯৮১ সালে ছবিটি তৈরি হয়েছিল, কিন্তু মুক্তি পায় নি বক্স অফিসে। তাই বলে কি দর্শকরা তা দেখেননি। দূরদর্শনে বহুবার এই ছবিটি প্রদর্শিত হয়েছে। ছবিটি প্রশংসা পেয়েছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ওই উৎসবে সেরা নবীন অভিনেতার পুরস্কার পেয়েছিলেন অঞ্জন দত্ত।

‘খারিজ’, ‘গৃহযুদ্ধ’, ‘মহাপৃথিবী’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু যেহেতু গান ছিল তাঁর পছন্দের তালিকায় শীর্ষে, তাই হয়তো তা নিয়েও কাজ করা শুরু করেন! তবে তিনি নাকি কখনও ভাবেননি গানকেই পেশা হিসেবে বেছে নেবেন। যদিও পরবর্তীতে সেটাই করতে হয়েছে। তবে কারণটা অন্য। অভিনয় করে সেভাবে অর্থ উপার্জন করতে পারতেন না। তাই গানকে বেছে নিয়েছিলেন এই তারকা। তবে এর ফলে লাভ হয়েছে বাঙালির। তাঁর গান জায়গা পেয়েছে বাঙালির মনে। তাঁর গাওয়া সবচেয়ে জনপ্রিয় গান ‘বেলা বোস’। তিনি বয়সের কোনও তোয়াক্কা করেন না। তাঁর কত বয়স হল, তা অতটা জরুরি নয়। কিন্তু তিনি পাশ্চাত্য সঙ্গীতকে বাঙালির কাছে পৌঁছে দিয়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version