Anirban Bhattacharya: বাংলা ছবির পাশে দাঁড়ানোর প্রসঙ্গে ‌’ক্ষেপে’ গেলেন অনির্বাণ! ধমক দিয়ে কী বললেন অভিনেতা?

।। প্রথম কলকাতা ।।

Anirban Bhattacharya: বক্স অফিসে বাংলা আর হিন্দি ছবি একসঙ্গে থাকলে কোনটাকে বেশি প্রাধান্য দেবেন দর্শকরা? সঠিক উত্তর কারোরই জানা নেই। বাংলা সিনেদুনিয়া দর্শকদের বাংলা ছবির পাশে দাঁড়ানোর আর্জি জানাচ্ছে। সাংবাদিক বৈঠক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্র এই কথাই শোনা যাচ্ছে। কিন্তু এই প্রসঙ্গ অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) সামনে তোলা হলে, ‘ধমক’ দিতে দেখা গিয়েছে তাঁকে। ঘটনাটা ঠিক কী?

উল্লেখ্য, ‘মিথ্যে প্রেমের গান’ ছবি নিয়ে পপুলার সোশ্যাল মিডিয়া স্টার ঝিলম গুপ্তের সঙ্গে সম্প্রতি আড্ডায় বসেছিলেন টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ‘এই সময়’তে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেই মজাদার আলোচনার শুরুতেই ঝিলমকে (Jhilam Gupta) অভিনেতার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাতে কিছুটা অবাক হন অভিনেতা। প্রশ্ন করেন, ‘তুমি এরকম দাঁড়িয়ে আছো কেন?’ জবাবে ঝিলম জানায়, ‘মানে অনেকে বলছেন বাংলা সিনেমার পাশে দাঁড়াতে’। আর তাতেই কিছুটা রেগে গিয়ে অনির্বাণ বলেন, ‘চুপ, বস এখানে’। অভিনেতার কথায়, ‘বাজে কথা বলবে না’। মূলত গোটা বিষয়টিই হয়েছে রসিকতার ছলে। আড্ডায় সিনেমার পাশাপাশি অনেক বিষয় নিয়ে ঝিলমের সঙ্গে কথা বলেছেন অনির্বাণ। মিথ্যের মধ্যেকার প্রকারভেদ বুঝিয়েছেন তিনি। কখনও আবার তাঁদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, যাঁরা আজও তাঁর প্রেমে পাগল। তা মিথ্যের মধ্যেকার পার্থক্যটা কী আসলে? মিথ্যে দু’প্রকার পাতলা ও ভারী।

ঝিলম প্রশ্ন করেন, পাতলা মিথ্যে আর ভারী মিথ্যের মধ্যে পার্থক্য কী? উদাহরণ দিয়ে অনির্বাণ বলেছেন, বাড়ি থেকে বেরোনোর সময় মা বলল তাড়াতাড়ি চলে আসতে। আমি বললাম, ‘হ্যাঁ’। কিন্তু মাও জানে, আমি মিথ্যে বলছি। আর আমিও জানি। এটাই পাতলা মিথ্যে। তা ‘মিথ্যে প্রেমের গান’ ছবিতে কোন ধরনের মিথ্যে রয়েছে? তাঁর কথায়, ‘প্রেমের মিথ্যে কোনদিনও পাতলা হয় না। সেটা সবসময় ভারী মিথ্যে অর্থাৎ খুবই জটিল। পরমা নিওটিয়া পরিচালিত ছবির ট্রেলারে অনির্বাণকে বলতে শোনা গিয়েছে, ‘যাঁরা কখনও কারো হবে না, আমরা শুধু তাঁদেরকে কেন ভালোবেসে যাই’। আর তাতেই ঝিলমের প্রশ্ন, তোমার বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু আজও তোমাকে অনেকেই ভালোবাসে। ভাইয়ের চোখে তো কেউ দেখে না। তাঁরা জানে তোমাকে কোনদিনই পাবে না। তাঁদের কী বলবে? অনির্বাণের বক্তব্য, না পাওয়া প্রেমের মধ্যেও মজা রয়েছে, গভীরতা রয়েছে। কল্পনায় মিশিয়ে সেই প্রেমকে যেখানে নিয়ে যেতে চাই, সেখানেই নিয়ে যাওয়া যায়। মূলত নিজের আসন্ন ছবি নিয়ে নির্ভেজাল আড্ডা দিয়েছেন অনির্বাণ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version