OTD: ১৯৯৯ সালে দিল্লির কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে, দেখুন

।। প্রথম কলকাতা ।।

 

১৯৯৯ সালের, ৭ ফেব্রুয়ারী পাকিস্তানের বিরুদ্ধে স্পিনের জাদু দেখিয়েছিলেন ভারতীয় কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। দিল্লিতে দ্বিতীয় টেস্টে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট লাভ করেন। কুম্বলের আগে ইংলিশ অফস্পিনার জিম লেকার এই রেকর্ড গড়েছিলেন। ১৯৫৬ সালে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৩ রানে ১০ উইকেট নিয়েছিলেন।

দিল্লি টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। সাকলাইন মোশতাকের অসাধারণ স্পেলে মাত্র ২৫২ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। অধিনায়ক আজহারউদ্দিন ৬৭ ও সদাগোপ্পন রমেশের ৬০ রান ছাড়া কোন ভারতীয় ব্যাটার দাঁড়াতেই পারেননি। পাঁচ উইকেট দখল করেন সাকলাইন মোশতাক। এরপর ভারতের অনিল কুম্বলে ও হরভজন সিংয়ের দাপটে ১৭২ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন শাহীদ আফ্রিদি। অনিল কুম্বলে ৪ ও হরভজন সিং ৩ উইকেট তুলে নেন।

 

দ্বিতীয় ইনিংসে সদাগোপ্পন রমেশের ৯৬ ও সৌরভ গাঙ্গুলির অপরাজিত ৬২ রানের উপর ভর করে ৩৩৯ রানের বড় লিড দেয় ভারত। সাকলাইন মোশতাক ৫ ও ওয়াসিম আক্রম ৩ উইকেট পান। পাকিস্তানের কাছে জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। এরপরই শুরু হয় অনিল কুম্বলের জাদু। একাই ১০ উইকেট তুলে নেয় শেষ করে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। সাঈদ আনোয়ার ৬৯ ও শাহীদ আফ্রিদি ৪১ রান করেন। কুম্বলের দাপুটে ঘূর্ণিতে ২০৭ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ২১২ রানে জয় পায় ভারত। মাত্র ২৬.৩ ওভারে ৭৪ রান দিয়ে ১০ উইকেট তুলে নিয়ে নজির সৃষ্টি করেন অনিল কুম্বলে।

 

২০১৪ সালে বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে কুম্বলে বলেছিলেন, “একজন ‘পারফেক্ট টেন’ এমন কিছু নয় যা আপনি একজন ক্রিকেটার হিসেবে অর্জন করতে প্রস্তুত। আমি ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারির ঘটনাকে ভাগ্যের জন্য দায়ী করব।”

Exit mobile version