NZ vs SRI: ১৪তম টেস্ট সেঞ্চুরি করে সনাথ জয়সূর্যের সঙ্গে একই আসনে জায়গা করে নিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ

।। প্রথম কলকাতা ।।

 

NZ vs SRI: ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিনে একটি দুর্দান্ত শতরান করেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের একটি গুরুত্বপূর্ণ সিরিজে দলের ব্যাটিং অর্ডারে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। ম্যাথিউজ ২৩৫ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে ১১৫ রান করেন। সেই সঙ্গে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ২৮৫ রানের কঠিন লক্ষ্য দিতে শ্রীলঙ্কাকে সাহায্য করেছিলেন।

 

ক্রাইস্টচার্চে সেঞ্চুরি করে অ্যাঞ্জেলো ম্যাথিউজ টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার ব্যাটারদের তালিকায় সনাথ জয়সূর্যের (Sanath Jayasuriya) সঙ্গে একই আসনে জায়গা করে নিলেন। এটি ম্যাথিউসের ১৪তম টেস্ট সেঞ্চুরি এবং বছরের প্রথম সেঞ্চুরি। ২০১৮ সালের ডিসেম্বরে প্রথমবারের পর এটি নিউজিল্যান্ডে ম্যাথিউজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ম্যাথিউজ বর্তমান শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নের ১৪ টেস্ট সেঞ্চুরির সংখ্যার সমান করেছেন।

 

ইতিমধ্যেই টেস্টে ক্রিকেটে ৭,০০০ রান পূর্ণ করেছেন অভিজ্ঞ এই শ্রীলঙ্কান ব্যাটার। তিনি টেস্ট ক্রিকেটে সনাথ জয়সুরিয়ার ৬,৯৭৩ রানের সংখ্যাকে ছাড়িয়ে গেছেন। শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি টেস্ট রান করা ব্যাটারদের তালিকায় ম্যাথিউজ এখন কুমার সাঙ্গাকারা (১২,৪০০) এবং মাহেলা জয়াবর্ধনে (১১,৮১৪) এর পরেই রয়েছেন।

 

একনজরে শ্রীলঙ্কার জন্য সবচেয়ে বেশি টেস্ট শতরানকারী ব্যাটারের তালিকা:
১) কুমার সাঙ্গাকারা – ১৩৪ ম্যাচে ৩৮ সেঞ্চুরি
২). মাহেলা জয়াবর্ধনে – ১৪৯ ম্যাচে ৩৪ সেঞ্চুরি
৩) অরবিন্দ ডি সিলভা – ৯৩ ম্যাচে ২০ সেঞ্চুরি
৪) তিলকরত্নে দিলশান- ৮৭ ম্যাচে ১৬ সেঞ্চুরি
৫) মারভান আতাপাত্তু – ৯০ ম্যাচে ১৬ সেঞ্চুরি
৬) তিলান সামারাবিরা – ৮১ ম্যাচে ১৪ সেঞ্চুরি
৭) দিমুথ করুনারত্নে – ৮৩ ম্যাচে ১৪ সেঞ্চুরি
৮) অ্যাঞ্জেলো ম্যাথিউজ – ১০১ ম্যাচে ১৪ সেঞ্চুরি
৯) সনাথ জয়সুরিয়া – ১১০ ম্যাচে ১৪ সেঞ্চুরি

Exit mobile version