Angel Noor: না শিখেও গান গেয়ে জনপ্রিয় এনজেল নূর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

।। প্রথম কলকাতা ।।

Angel Noor: বহু মানুষের সামনে গাইবেন এমনটা তিনি কখনও ভাবেননি। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাংস্কৃতিক সংগঠনের হয়ে ক্যাম্পাসের মঞ্চে টুকটাক গান গাওয়া তাঁর হত। আর বাকি পাঁচটা ছেলে-মেয়ে যেমন গান করে, সেরকমই মঞ্চে কখনও-সখনও গান গাওয়া হত। এসবের মাঝে ৪০ বছর পূর্তি উপলক্ষে হঠাৎই ভক্তদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল জনপ্রিয় ব্যান্ড মাইলস। নিয়ম সেখানে তেমন কিছুই ছিল না, তাই অত সাত-পাঁচ না ভেবে সেখানে নিজের ভিডিও পাঠিয়ে দিয়েছিলেন এনজেল নূর (Angel Noor)। ব্যাস লেগে গেল লটারি। লটারি এই কারণেই কারণ সেখানে বিজয়ী হয়ে মাইলসের সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়ে যান তিনি। আর সেটিই ছিল তাঁর টার্নিং পয়েন্ট। তবে কখনও গান সেভাবে শেখেননি। কিন্তু তাও আজ জনপ্রিয় ওপার বাংলার এই ব্যক্তিত্ব। মাঝেমধ্যেই তাঁর গান ভাইরাল হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়। এছাড়া গানের পাশাপাশি অভিনয় ও মডেলিং নিয়ে ব্যস্ত তিনি।

‘প্রথম আলো’ সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাইলসের সঙ্গে গান গাওয়ার সুযোগ নিয়ে তিনি বলেন, কখনোই ভাবেননি যে এত বড় পরিসরে গান করার সুযোগ হবে। হঠাৎই সবকিছু পেয়ে গিয়েছেন। ধীরে ধীরে আসে বিজ্ঞাপনের সুযোগ। অনেক গানের অনুষ্ঠানের প্রস্তাব আসতে থাকে। কিন্তু এই সব জিনিসে অভ্যস্ত হতে তো সময় লাগে, তাই প্রথমদিকে পুরো ব্যাপারটা নিয়ে ঘোরের মধ্যে ছিলেন তিনি। তাঁর মধ্যে এটাই চলছিল, এত মানুষ থাকতে কেন তাঁকেই ডাকা হচ্ছে! তবে এটা ভেবেই নিজেকে গুছিয়ে নিতে শুরু করেন যে, তাঁর মধ্যে কিছু নিশ্চই আছে।

বিজ্ঞাপনে কাজ করার সুযোগ হয়েছিল ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে। তবে এত জনপ্রিয়তার পেছনে নর্থ সাউথ ক্যাম্পাসের অবদানের কথা বলেছেন তিনি। শুরু থেকেই তাঁকে বন্ধুরা উৎসাহ দিয়ে এসেছেন। ক্যাম্পাসে বসে একদিন নিজের মতন গান করছিলেন। পরিচিত একজন সেই গানটির ভিডিও করে ছেড়ে দেন ইন্টারনেটে। আর তার দুই দিনের মধ্যেই সেই ভিডিও ২ লাখের বেশি মানুষ দেখে ফেলেন। কিছুটা পরিচিতি পেতেই শিক্ষকরা গান গাওয়ার আবদার করেন তাঁর কাছ থেকে। প্রথম দিকে এগুলি নিয়ে বড়ই ইতস্তত বোধ করতেন, কিন্তু এখন ততটাই ভালো লাগে। তাঁর নাম গুগলে সার্চ করলে প্রচুর গানের ভিডিও চলে আসবে। কখনও তাঁর কন্ঠে শোভা পেয়েছে হেমন্ত মুখার্জীর গান, আবার কখনও তাঁর গলায় আধুনিক গান শোনা গিয়েছে। ‘সময়’ টিভির ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে তাঁকে ‘বোবা টানেল’ গাইতে শোনা গিয়েছে। আর সেই ভিডিওর নিচে নেটিজেনদের মন্তব্য এসেছে, অনুপম রায়ের মতো কন্ঠ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version