Anik Dutta: আইসিইউ-তে অনীক দত্ত, কেমন আছেন পরিচালক?

।। প্রথম কলকাতা ।।

Anik Dutta: আচমকাই অসুস্থ হয়ে পড়লেন পরিচালক অনীক দত্ত। মঙ্গলবার দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আইসিইউ’তে রাখা হয়েছে ‘অপরাজিত’ পরিচালককে। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হন পরিচালক। ফুসফুসের সংক্রমণ রয়েছে তাঁর। বেশ কয়েকদিন ধরে শরীর ভালো যাচ্ছিল না পরিচালকের।

‘আনন্দবাজার অনলাইন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সিওপিডি-র সমস্যায় ভুগছিলেন অনীক বাবু। এমনটাই জানিয়েছেন পরিচালকের স্ত্রী সন্ধি দত্ত। রবিবারও এক অনুষ্ঠানে হাজির হয়ে অসুস্থবোধ করছিলেন তিনি। কিন্তু হাসপাতালে যেতে চাননি। সোমবার হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে। এতটাই খারাপ দিকে চলে যায় যে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। তড়িঘড়ি বাড়ির কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয় পরিচালককে, চিকিৎসা চলছে এই মুহূর্তে। আপাতত পরিচালকের অবস্থা স্থিতিশীল।

এদিকে তাঁর অসুস্থতায় প্রশ্নের মুখে দাঁড়িয়ে ‘যত কাণ্ড কলকাতায়’ ছবির ভবিষ্যৎ। এই ছবির দরুন বাঙালির সবথেকে প্রিয় গোয়েন্দার বুদ্ধিমত্তার সাক্ষী থাকবে দর্শকরা। বাম-মনস্ক এই পরিচালককে নিয়ে প্রায়শই লেখালেখি হয়ে থাকে সংবাদপত্রে। ২০১২-তে ‘ভূতের ভবিষ্যৎ’ (Bhooter Bhabishyat) ছবির মধ্যে দিয়ে বাংলা সিনে দুনিয়ায় আত্মপ্রকাশ করেন তিনি। এর পর ‘মেঘনাদবধ রহস্য’ (Meghnad Badh Rahasya), ‘ভবিষ্যতের ভূত’-এর (Bhobishyoter Bhoot) মত ছবি করেছেন পরিচালক। গত বছর তাঁর ‘অপরাজিত’ সাড়া ফেলেছে বক্স অফিসে। যদিও তার জায়গা হয়নি নন্দনে। এদিন পরিচালকের অসুস্থতার খবর চিন্তায় ফেলেছে ‘যত কাণ্ড কলকাতায়’ ছবির কলা-কুশলীদের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version