PT Usha Birthday: প্রতিটা প্রজন্মের অ্যাথলিটদের কাছে প্রেরণা, শুভ জন্মদিন পিটি উষা

।। প্রথম কলকাতা ।।

PT Usha Birthday: তাঁর দুরন্ত গতির জন্যই পায়োলি এক্সপ্রেস বলে ডাকা হত। কেরলের কালিকটের কাছে পায়োলি গ্রামের এক অত্যন্ত সাধারণ পরিবারে ১৯৬৪ সালের ২৭ জুন জন্ম তাঁর। খেলাধুলোয় আগ্রহ ছিল ছোটবেলা থেকে। ন্যাশনাল স্কুল গেমসে তার দুরন্ত গতিবেগ নজর কাড়েন তিনি। প্রথম ভারতীয় মহিলা অলিম্পিয়ান হিসেবে ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে যোগ দেন তিনি। তিনি হলেন, হ্যাঁ একদম ঠিকই ধরেছেন ভারতের প্রথম স্পোর্টস আইকন পিটি ঊষা। প্রতিটা প্রজন্মের অ্যাথলিটদের কাছে প্রেরণা। সোল এশিয়ান গেমসে চোখধাঁধানো পারফরম্যান্স ছিল স্প্রিন্ট কুইনের। ১৯৮৬ এশিয়ান গেমসে চারটি সোনা সহ পাঁচ পদক জয়। ১৯৮৩-৮৯, এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ১৩টি সোনার পদক। ক্রীড়াক্ষেত্রে অনন্য অবদানের জন্য পদ্মশ্রী এবং অর্জুন সম্মান পেয়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version