প্রথম বাংলাদেশি হিসেবে নজির কে গড়তে চলেছেন ?

।। প্রথম কলকাতা ।।

বিতর্ক পিছনে ঠেলে বিশ্বকাপে নামছে বাংলাদেশ। সাকিববাহিনী ছাড়াও বিশ্বকাপে থাকছে আরও এক বাংলাদেশি। প্রথম বাংলাদেশি হিসেবে নজির গড়তে চলেছেন তিনি। জানেন তিনি কে? বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটে দেখা গেছে একের পর এক নাটক। বিশ্বকাপের স্কোয়াড বাছাইয়ের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। দেশের সেরা ব্যাটার তামিম ইকবালকে বাদ দিয়েই স্কোয়াড গড়েছে বাংলাদেশ। যা চমকে দেওয়ার মতোই সিদ্ধান্ত। তামিমের বাদ পড়া নিয়ে দেশজুড়ে ওঠে বিতর্কের ঢেউ। সমস্ত বিতর্ক পিছনে ঠেলে বিশ্বকাপে নামছে বাংলাদেশ। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে সাকিববাহিনী।

বিশ্বকাপের আসরে সাকিবের দলের ১৫ জন্য সদস্য ছাড়াও বাংলাদেশের আর একজনকে দেখা যাবে। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে এই দায়িত্ব পেয়েছেন তিনি। তিনি হলেন শরফুদ্দৌলা সৈকত। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসাবে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন তিনি। একদিনের বিশ্বকাপের জন্য আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের তালিকা আগেই ঘোষণা করেছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এলিট প্যানেলে থাকা আম্পায়ারদের সঙ্গে আরও কয়েকজনকে বেছে নিয়েছে আইসিসি। সেই তালিকায় আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা। বাংলাদেশের কোনও আম্পায়ার এর আগে বিশ্বকাপে সুযোগ পাননি। সেই হিসাবে বাংলাদেশের ক্রিকেটে নতুন নজির তৈরি করতে চলেছেন শরফুদ্দৌলা।

আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা থাকলেও বিশ্বকাপে প্রথমবার মাঠে থাকবেন শরফুদ্দৌলা। বাংলাদেশের ৪৬ বছরের এই আম্পায়ারের ১৩টি টেস্ট, ৮৪টি এক দিনের ম্যাচ এবং ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার নিরিখেই সুযোগ পেয়েছেন বিশ্বকাপে। বিশ্বকাপে সুযোগ পেয়ে উচ্ছসিত শরফুদ্দৌলা বলেন, ‘প্রথম বাংলাদেশি হিসাবে এই সুযোগ পেয়ে আমি সম্মানিত। এই সুযোগ আমার কাছে এক বিশেষ প্রাপ্তি। কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতার মাধ্যমে এটা আমি অর্জন করেছি।’

২০০১ সালে প্রথম বিভাগ ক্রিকেটে মাত্র এক মরসুম খেলার পর পিঠে ইনজুরির কারণে সাবেক অফস্পিনার শরফুদ্দৌলাকে খেলা ছেড়ে দিতে হয়েছিল। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন। ২০০৭ সালে আম্পায়ার হতে বিসিবির সেই চাকরি ছেড়ে দেন। সেই বছরই ঘরোয়া ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় শরফুদ্দৌলার। ২০১০ সালে বাংলাদেশের ১০তম আম্পায়ার হিসেবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যেকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আর এবার দায়িত্ব পেলেন বিশ্বকাপে। বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচ সহ পাঁচটি ম্যাচে পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি। বিশ্বকাপের মঞ্চে নিজের সেরাটা উজাড় করে দিতে চান শরফুদ্দৌলা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version