।। প্রথম কলকাতা ।।
নাতনি আরাধ্যার জন্য কত টাকার সম্পত্তি রেখেছেন দাদু অমিতাভ ও ঠাকুমা জয়া বচ্চন? ১২টি বিলাসবহুল গাড়ি কোটি কোটি টাকার সব বাড়ি দাদুর থেকে ঠাকুমা জয়া বচ্চনও কিছু কম যান না। আরাধ্যার জন্য সবটা রেখেছেন নাকি! অমিতাভ-জয়ার হাতের দুটো ঘড়ির দাম শুনলেই চমকে উঠবেন। মা ঐশ্বর্যর সম্পত্তি লাগবে না দাদু -ঠাকুমার টাকায় আগামী ১০০ বছর হেসে খেলে কেটে যাবে আরাধ্যার। জানেন অমিতাভ ও জয়া বচ্চনের সম্পত্তির মধ্যে কী কী রয়েছে? অমিতাভ ও জয়ার সম্পত্তি নাকি লজ্জায় ফেলতে পারে মুকেশ আম্বানিকেও। এই দীর্ঘ কেরিয়ার জীবনে বলিউড তাদের দুহাত ভরে দিয়েছে অর্থ, সম্মান, খ্যাতি। যার সবই ভবিষতে মালিক হবে আরাধ্যা। ছোট মেয়েটি জানেও না তাঁর দাদু ঠাকুমার কত পরিমাণ সম্পত্তি তাঁর জন্য রেখেছে।
অমিতাভ ও জয়ার দুটি ঘড়ি রয়েছে যার একটির দাম ৩ কোটি ৪০ লক্ষ টাকা, অন্যটি ৫১ লক্ষ টাকার। অমিতাভের একটি পেন রয়েছে যার দাম ৯ লক্ষ টাকারও বেশি। গ্যারাজে রয়েছে কমবেশি ১২টি বিলাসবহুল গাড়ি। যার মোট দাম প্রায় ১৩ কোটি টাকারও বেশি। সোনা-সহ গয়না রয়েছে প্রায় ৬২ কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধু অমিতাভেরই রয়েছে ৩৬ কোটি টাকারও বেশি গয়না। ২০১২ সালে বচ্চন দম্পতির সম্পত্তির মোট হিসেব পাওয়া গিয়েছিল ৪৯৩ কোটি টাকা। এও বয়সেও অমিতাভ বচ্চনের যা পারিশ্রমিক জানলে সত্যিই চমকে উঠবেন! ব্রহ্মাস্ত্র ছবির জন্য নাকি তিনি ১০ কোটি টাকা নিয়েছেন।
মুম্বাইয়ের জলসা ছাড়াও ৫ টি বাংলো আছে বচ্চন ষ দম্পতির নামে প্রতিটি বাংলোর দাম ৩০ কোটি টাকারও বেশি। অন্ধেরিতে অমিতাভের বিলাসবহুল ফ্ল্যাটে ভাড়া থাকেন অভিনেত্রী কৃতি শ্যানন। তার জন্য মাসে তাকে ১০ লক্ষ টাকা ভাড়া দিতে হয়। এছাড়াও ভোপাল, দিল্লি, গুজরাট, পুনে, উত্তর প্রদেশ এবং মুম্বইতে প্রচুর জমি কিনে রেখেছেন তারা। দেশের বাইরে বিদেশেও রয়েছে তাদের সম্পত্তি। ফ্রান্সে একটি বিলাসবহুল বাংলো রয়েছে। তবে শুধু আরাধ্যা নয়। মেয়ে শ্বেতার মেয়ে নভ্যা ও ছেলে অগস্ত্যার জন্যও নিশ্চই সম্পত্তি নির্দিষ্ট করে রেখেছেন অমিতাভ -জয়া। বলছেন নেটিজেনরাও।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম