।। প্রথম কলকাতা ।।
Amitabh-Srijit: মৃণাল সেনের বায়োপিক বানাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। নাম চরিত্রে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে (Chanchal Chowdhury)। পরিচালকের মৃত্যুবার্ষিকীতে এই ঘোষণা করেন সৃজিত। সিনেমা প্রেমীরা তাঁর নেওয়া সিদ্ধান্তে অত্যন্ত খুশি হয়েছেন। এবার সৃজিতের গোটা টিমকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা তথা বলিপাড়ার শাহেনশাহ। শুভেচ্ছায় কী বলেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)?
চঞ্চল চৌধুরী, সৃজিত মুখোপাধ্যায় এবং ‘পদাতিক’ লিখে হ্যাশট্যাগ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘শুভকামনা রইল’। পাল্টা বিগ-বিকে ধন্যবাদ জানিয়েছেন সৃজিত বাবু। লেখেন, ‘আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার এই শুভকামনা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ’। পরিচালকের সঙ্গে অভিনেতার এই বার্তালাপ পছন্দ হয়েছে সিনেমা প্রেমীদের। এদিকে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে (Monami Ghosh)। নতুন বছরের শুরুতেই জানা গিয়েছে এই সুখবরটি। কোভিডের সময়েই মৃণাল সেনের বায়োপিকের চিত্রনাট্য লিখে ফেলেছিলেন পরিচালক। প্রথমে ভেবেছিলেন ওয়েব সিরিজ করবেন। কিন্তু পরে পরিচালকের জীবনকাহিনীকে কেন্দ্র করে সিনেমা করার সিদ্ধান্ত নেন এবং তাতে অনুমতি দিয়েছেন কিংবদন্তি পরিচালকের ছেলে কুণাল সেন। জানা গিয়েছে, বায়োপিকে মৃণাল সেনের কলকাতা ট্রিলজি তৈরির নেপথ্যের কাহিনীকে তুলে ধরা হবে। সেইসঙ্গে ব্যক্তিগত জীবনের কিছু অজানা কাহিনীও দেখা যাবে এই সিনেমায়।
কিন্তু এসবের মাঝে টলি পাড়ার দুই পরিচালকের কথোপকথন দেখে শোরগোল পড়ে গিয়েছে নেটমাধ্যমে। ‘মানবজমিন’-এর (Manobjomin) পরিচালক একপ্রকার রসিকতা করে লেখেন, ‘অনেক করে বললাম নতুন ছেলে কাজ করছে, একটা উইশ করে দাও অমিতদা। কথা রেখেছে দেখছি’। পাল্টা সৃজিত লেখেন, ‘আমি মানবজমিন নিয়ে পাচিনোকে বলতে গিয়েছিলাম। বলেনি সরি। আল ছেড়ো না’। তবে এখানেই শেষ হয়ে যায়নি। গোটা কমেন্ট সেকশনে হলিউডের পরিচালকদের নিয়ে রসিকতা করে গিয়েছেন দু’জনে। যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। শ্রীজাত (Srijato) এবং সৃজিত খুব ভালো বন্ধু। মাঝেমধ্যেই মজার ছলে একে অপরের সোশ্যাল মিডিয়া ওয়ালে লেখালেখি করে থাকেন। কিন্তু এদিন তাঁদের কথাবার্তা একপ্রকার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম