Amitabh Bachchan: অনুমতি না নিয়ে করা যাবে না অমিতাভ বচ্চনের ‘নকল’ , জানাল দিল্লি হাইকোর্ট

।। প্রথম কলকাতা।।

Amitabh Bachchan: তারকাদের নকল অনেকেই করে থাকেন। অনেকের কাছে বড় বড় সেলেবদের নকল করাটাই তাঁদের রুজি-রোটি। কিন্তু এবার আর অনুমতি নেই অমিতাভ বচ্চনের ‘নকল’ করায়। আপাতত ভারতীয় এই মেগাস্টারের কণ্ঠস্বর, ছবি ব্যবহারের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট। কিন্তু হঠাৎ কেন? কী এমন হলো যার জন্য এই নির্দেশ?

ঘটনাটা হল ঠিক এইরকম, শুক্রবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অমিতাভের আইনজীবী। তাঁদের দাবি, নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র তাঁর অধিকারই থাকবে। অন্য কারোর নয়। এর পরই শোরগোল পড়ে যায় বিনোদন জগতে। কারণ বহু শিল্পী বা সোশ্যাল মিডিয়া তারকারা জনপ্রিয় এই ‘মিমিক্রি’ বা নকল করেই। আর তাঁদের এই অনুকরণে যদি বাধা তৈরি হয়, তাহলে সেটা একদমই ভালো খবর নয়।

‘হিন্দুস্তান টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিগ-বির আইনজীবী জানিয়েছেন, ‘অমিতাভবচ্চন ডট কম’ নামে একটি ডোমেন বিক্রি হয়েছে। কিন্তু তার সঙ্গে অমিতাভের কোনও সম্পর্ক নেই। এক্ষেত্রে বলিউডে এই জনপ্রিয় তারকার নিজস্বতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে, আদালতে আভাস দিয়েছেন আইনজীবী হরীশ সালভে। আর তাতেই দাবি করা হয়েছে বিগ-বির নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র তাঁরই অগ্রাধিকার থাকবে।

রিপোর্ট অনুযায়ী, বিচারপতি নবীন চাওলা আইনজীবী হরীশ সালভের সমস্ত বক্তব্য শুনে এই ধরনের ব্যবহারে স্থগিতাদেশ দিয়েছেন। এখনও বিনোদন জগতের প্রথম সারির তারকাদের তালিকায় নাম আসে অমিতাভ বচ্চনের। আর তাঁর এমন অনেক ডায়লগ আছে, যা নকল করে থাকে মানুষ। কিন্তু তিনি মনে করেন তাঁর নিজস্বতার উপর তাঁর একারই অধিকার রয়েছে। আর তাতে সায় দিয়েছে আদালত।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version