‘আমার সাধ না মিটিল’ শ্যামা সঙ্গীতের নতুন আঙ্গিক, খুশি শ্রোতা থেকে দর্শকরা

।। প্রথম কলকাতা ।।

কালী পুজো এলেই মন্ডপে মন্ডপে বেজে ওঠে সবার পরিচিত ‘আমার সাধ না মিটিল’ গানটি। এই শ্যামা সঙ্গীতকে ঘিরে রয়েছে বাঙালির কত আবেগ। শ্যামা সঙ্গীত ছাড়া বাঙালির কাছে আলোর রোশনাইয়ের উৎসব কিংবা দীপান্বিতা কালী পুজো অসম্পূর্ণ। শোন যায় কখনো পান্নালাল ভট্টাচার্য, কখনো বা কুমার শানু, আবার কখনো বাবুল সুপ্রিয়র গলায়। তালিকায় রয়েছে ‘শ্যামা মা কি আমার কালো’, ‘আমার একটু জায়গা দাও’ সহ অজস্র গান। এবার ‘আমার সাধ না মিটিল’ শ্যামা সঙ্গীতকে নতুনভাবে টলিউডের হাজির করলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক তথা গায়ক রনজয় ভট্টাচার্য। কালী পুজোর ঠিক আগের দিন অর্থাৎ শনিবার তার গাওয়া প্রথম শ্যামা সঙ্গীত মুক্তি পেয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জয়ব্রত দাস। ইনি সত্যজিৎ রায়ের টেলিভিশন ইনস্টিটিউট ইনস্টিটিউটের ছাত্র। পাশাপাশি নিজের প্রথম ফিচার ফিল্মে কাজ করছেন। তবে গানটিতে চিরাচরিত সেই খোল করতালের রে পাবেন না। বরং যুক্ত হয়েছে একাধিক বাদ্যযন্ত্র সুর। বদলে গেছে গানের আঙ্গিক। বর্তমান দিনে দাঁড়িয়ে, প্রায় ২০০ বছর আগে লেখা গানের কথাগুলো যে ঠিক কতটা প্রাসঙ্গিক, তা তুলে ধরা হয়েছে নতুন মোড়কে।

কমলাকান্ত ভট্টাচার্যের লেখা এবং সুরে গানটিকে নতুনভাবে প্রেজেন্ট করা একেবারেই সহজ ছিল না। বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। আসলে এই ধরনের পরিচিত এবং জনপ্রিয় গানগুলি শ্রোতারা নতুন রূপে কেমন ভাবে নেবে সেটা নিয়ে একটু চাপ থাকে। বহু সময় দেখা গিয়েছে, এই ধরনের গান নতুন রূপে শ্রোতারা গ্রহণ করেননি। বরং দেখা দিয়েছে তুমুল বিতর্ক। যদিও রণজয় ভট্টাচার্য তার নিজের উপর ভরসা রেখেছেন । তার ফলও পেয়েছেন শ্রোতাদের মন্তব্যে। এর আগে গায়কের ‘সোয়েটার’ ছবির ‘প্রেমে পড়া বারণ’ গানটি শ্রোতাদের মনে দাগ কেটেছে। এছাড়াও গেয়েছেন একাধিক রোমান্টিক গান। এবার শ্রোতাদের মনে জায়গা করে নিল তার নতুন গান। সঙ্গীতপ্রেমী সহ দর্শকদের রিভিউ বলে দিচ্ছে এই কাজে সফল রণজয় এবং জয়ব্রত।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version