Virat Kohli: ‘আমাকে সবসময় অনুপ্রাণিত করে,’ বিরাটের জন্য হৃদয়গ্রাহী পোস্ট স্ত্রী অনুষ্কার

।। প্রথম কলকাতা ।।

 

Virat Kohli: প্রায় তিন বছর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি খরার অবসান ঘটিয়েছেন বিরাট কোহলি। শেষবার ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে দিবা-রাত্রি টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এদিন আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলটি চতুর্থ টেস্টের চতুর্থ দিনে ১৮৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন বিরাট কোহলি। তাঁর এই অসাধারণ ইনিংসের উপর ভর করেই অস্ট্রেলিয়াকে ৯১ রানের লিড দেয় ভারত। শ্রেয়াস আইয়ার ইনজুরির কারণে ব্যাট করতে না আসায় ভারত তাদের প্রথম ইনিংস শেষ হয় ৫৭১ রানে।

 

এটি কোহলির জন্য একটি বিশেষ ইনিংস ছিল কারণ এটি তিন বছরেরও বেশি সময় পর ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে তার প্রথম সেঞ্চুরি। মাইলফলক অর্জন করার পর, কোহলি তার বিয়ের সোনার চেনের লকেটে চুম্বন করে তার স্ত্রী অনুষ্কা শর্মাকে উত্সর্গ করেছিলেন। এরপর ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের উদ্দেশ্যে একটি হৃদয়গ্রাহী পোস্ট লেখেন স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তিনি লেখেন, “এই মানসিকতা নিয়ে অসুস্থতার মধ্য দিয়ে খেলা। আমাকে সবসময় অনুপ্রাণিত করে।”

২৮তম টেস্ট সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে সর্বাধিক শতরানের তালিকায় অস্ট্রেলিয়ার গ্রেট অ্যালান বর্ডার এবং গ্রেম স্মিথকে ছাড়িয়ে গেছেন। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫তম সেঞ্চুরি করে তালিকায় শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। এটি টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে তার ১৪তম টেস্ট সেঞ্চুরি।

Exit mobile version