Dostojee: ছেলের নাম হলেও, আর্থিক অনুদান পায়নি পরিবার! কীভাবে চলছে ‘দোস্তজী’র আরিফের সংসার?

।। প্রথম কলকাতা ।।

Dostojee: তাঁদের বন্ধুত্বের গল্প সাড়া ফেলেছে চারিদিকে। ইতিমধ্যে জিতেছে আন্তর্জাতিক পুরস্কার। আরিফ ও আশিকের দোস্তজী দেখতে সিনেমা হলে ভিড় জমিয়েছেন বহু দর্শক। সেই আরিফ ‘Bongo Report live’-এ জানিয়েছে, প্রায় চার-পাঁচ বছর আগে তৈরি করা হয়েছে ছবিটি যখন তাদের বয়স ছিল ৮। কিন্তু এখনও অনেকের মনে প্রশ্ন রয়েছে হঠাৎ করে আশিক ও আরিফ কী করে পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের নজরে এলো?

প্রশ্নে আরিফ জানিয়েছে, প্রথমে পরিচালক সিলেক্ট করে আশিককে। আরিফকে ছবির জন্য বেছে নেওয়া হয় স্কুল থেকে। তবে প্রথমে কাজ করতে গিয়ে অনেক ভুল-ভ্রান্তি হচ্ছিল তাঁদের। কারণ তাঁদের এই বিষয়ে কোনওরকম কোনও অভিজ্ঞতা ছিল না। ধীরে ধীরে কাজ করতে করতে পুরো ব্যাপারটা সরগর হয়ে যায় তাঁদের কাছে। ছবিতে আরিফের পছন্দের ডায়লগ,’ভালোবাসলে না গাছে লাব এঁকে নাম লেখা লাগে গো’।

তবে এইসব ভালো লাগার মধ্যে কিছু খারাপ লাগাও রয়েছে। আরিফ শেখের বাবা জানিয়েছেন, ছেলের নাম হয়েছে শুনে তিনি খুশি। কিন্তু ছেলে নাম করলেও, কোনও আর্থিক অনুদান দেওয়া হয়নি পরিবারকে। ছেলেকে পড়াশোনা শেখাবেন আপাতত, মাঝেমধ্যে সুযোগ পেলে সিনেমায় যাবে সে। অন্যদিকে আরিফের মা জানিয়েছেন, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। সেভাবে আশা-আকাঙ্ক্ষা কিছুই নেই। কিন্তু জীবনে যদি একটা জায়গায় পৌঁছায় সেটাই ভালোলাগা। যদি পরবর্তীতে সুযোগ পায়, সেটা ছেলের ভাগ্য। তবে বিশ্বে এত নাম হওয়ার পর আর্থিক কোনও অনুদান নিয়ে প্রসূন চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনও কথা হয়নি তাঁদের। এই মুহূর্তে কৃষিকাজ করে সংসার চলছে ‘দোস্তজী’র আরিফের পরিবারের।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version