Ajoy Chakrabarty: বিদেশের মাটিতে বাংলার শিল্পীদের হেনস্থার অভিযোগ! কী হয়েছে জানুন

।। প্রথম কলকাতা ।।

Ajoy Chakrabarty: বিদেশের মাটিতে শো করতে গিয়ে চরম অপমানিত বাংলার শিল্পীরা। গান গাইতে গিয়ে অসম্মানিত হতে হল পন্ডিত অজয় চক্রবর্তীকেও “৭১ বছরে এসে কেন এই শোয়ের জন্য রাজি হলাম?” এমন কী হয়েছে যে কারণে নিজেকেই দোষ দিচ্ছেন পণ্ডিতজী? গায়িকা জয়তী চক্রবর্তী লাইভে এসে ক্ষোভ উগড়ে দেন। গান গাইতে গিয়ে এমন বিপদে পড়বেন কল্পনাও করেননি। বাংলার শিল্পীদের যেভাবে হেনস্থা করা হয়েছে জানুন। নর্থ আমেরিকান বেঙ্গল কনফারেন্সে আমন্ত্রণ জানানো হয়েছিল পণ্ডিত অজয় চক্রবর্তী সহ বাংলার বহু শিল্পীকে। মার্কিন মুলুকে শো করতে গিয়েছিলেন ওঁরা। সেটাই বড় ভুল। কিন্তু কে জানত গিয়েই এমন বিপদে পড়বেন। হোটেলের ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর কী কী অভিযোগ?

সঙ্গীতশিল্পীদের জন্য যে হোটেলের ব্যবস্থা করা হয়েছিল সেখানে নির্দিষ্ট ঘরের কোনও আয়োজন ছিল না। ঘর পেতে প্রায় আধ ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয় অজয় চক্রবর্তী এবং অন্যান্যদের। প্রয়োজন মত খাবার, গাড়িও পাননি। পণ্ডিত অজয় চক্রবর্তীর মেইল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তিনি বলেন “আমি জানি না ৭১ বছরে এসে কেন এই শোয়ের জন্য রাজি হলাম অভীক দাশগুপ্ত যিনি আমাকে এই শোতে আনার জন্য পাগল হয়ে যাচ্ছিলেন তিনি আমি এখানে আসার পর একবার দেখা করার প্রয়োজনবোধটুকু করেননি যেখানে প্রধানমন্ত্রী -মুখ্যমন্ত্রী আমায় এত সম্মান দেন ভারতের সব থেকে প্রবীণ শিল্পী আমি সেখানে আমায় নিয়ে গিয়ে এমন অপমান”।

শুধু তাই নয় রীতিমতো হেনস্তার শিকার হয়েছেন সংগীতশিল্পী জয়তী চক্রবর্তীকে। লাইভে এসে নিজের ক্ষোভ উগরে দেন। তাঁকে সাধারণত সবাই ভীষণ ঠান্ডা, চুপচাপ বলেই জানেন সকলে। কিন্তু এতটাই অপমানিত হয়েছেন যে লাইভে এসে নেটিজেনদের পুরো বিষয়টি বলতে বাধ্য হন। ৫ তারিখ পর্যন্ত হোটেল বুকিং আছে বলে জানানো হয়েছিল। কিন্তু ৪ জুলাই সকাল থেকেই আর ঘরে ঢুকতে পারেননি বাধ্য হয়ে এক পরিচিতর বাড়িতে গিয়ে রয়েছেন গায়িকা। নিউ জার্সিতে থাকার জন‌্য মার্কিন মুলুকে পরিচিতদের সাহায‌্য নেন। কিন্তু যাঁদের পুরো ব্যবস্থা করার কথা তাদের কোনও পাত্তাই নেই। একবার নয় বারবার বঙ্গ সম্মেলনে অব‌্যবস্থার অভিযোগ উঠে আসছে। কিন্তু আমন্ত্রণ জানিয়ে বাংলার শিল্পীদের এমন অপমান কেন? প্রশ্ন তুলছেন শিল্পীরা।

বহু শিল্পীই এই বেঙ্গলি কনফারেন্সকে বয়কট করার ডাক দিয়েছেন। প্রতিবাদ জানিয়েছেন গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়। তিনি প্রশ্ন তুলেছেন এমন বেঙ্গলি কনফারেন্স করে লাভ কি? গায়িকা লোপামুদ্রা মিত্রও একই প্রশ্ন তুলেছেন। সকলকে একসাথে এর প্রতিবাদ জানানোর আবেদন জানিয়েছেন। এবারের বঙ্গ সম্মেলন অর্থাৎ নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স ২০২৩-এর আসর বসেছে আমেরিকার নিউ জার্সিতে। এবারই এই অনুষ্ঠানে প্রথমবার গিয়েছে অভিনেত্রী পায়েল সরকার। গিয়েছেন বিদিপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার সহ ওপার বাংলার বহু শিল্পী। ক্যাকটাসেরও পারফমেন্স ছিল। প্রবাসের মাটিতে বাঙালিয়ানা টিকিয়ে রাখতে সারা বছর নানা অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু বাঙালিয়ানার নামে এইভাবে বাংলার শিল্পীদের হেনস্থা মেনে নিতে পারছেন না কেউই।বিদেশের মাটিতে বাঙালি শিল্পীদের অপমান মানে বাংলারও অপমান। বলছেন নেটিজেনরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version