Aparajita Auddy: লক্ষ্মী পুজোর সব দায়িত্ব কোজাগরী অপরাজিতার কাঁধে, পুজোর যে সিক্রেট আমাদের বললেন

।। প্রথম কলকাতা ।।

Aparajita Auddy: প্রতি বারই যত্ন করে মা লক্ষ্মীকে সাজান অপরাজিতা। তবে এবছর মা লক্ষ্মীর সাজে বিশেষ চমক কোনওবার এমনটা হয়নি! প্রথম কলকাতাকে লক্ষ্মীপুজোর কোন সিক্রেট জানালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য? সাদা লাল একটি বেনারসিতে সেজেছেন অপরাজিতা। সঙ্গে গয়না। নাকের নথ প্রতিবারের মতোই রয়েছে। পুজোর দিন তাঁর বাড়িতে চূড়ান্ত ব্যস্ততা। দেবীর পোশাক এসেছে মায়াপুর থেকে। এই প্রথম এমন কী হল ? প্রথম কলকাতাকে বললেন অপরাজিতা নিজেই।

প্রতিবছর তাঁর বাড়ির লক্ষ্মীপুজো নিয়ে ব্যস্ত থাকেন সকলে। এদিন, তাঁর বাড়িতে না গেলে অনেকেরই পুজো সম্পূর্ন হয় না। তিনি যেমন নিজের ঘর সামলাচ্ছেন নিপুণ হাতে। তেমনই তিনি, কাজ করে চলেছেন বাড়ির বাইরেও। ঠাকুরের ভোগে থাকে প্রতিবারের মতোই এলোঝেলো। অপরাজিতা নিজেও হাত লাগান কাজে। অপরাজিতার বাড়ির পুজো মানেই একদম বাড়ির মেয়ের আরাধনা। এবারের ভোগে দেওয়া হয়েছে লুচি, পায়েস, পাঁচ রকম ভাজা ইত্যাদি। আর নিমন্ত্রিতদের জন্য রাখা হয়েছে খিচুড়ি, লাবড়া, সঙ্গে ভেজ পকোড়া এবং মিষ্টি। প্রতিবারের মতো এবারও ঘটা করে লক্ষ্মীপুজো পালিত অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বাড়িতে।

জল জল থৈ থৈ ভালবাসা ধারাবাহিকে তিনি কোজাগরী বসু। শ্যুটিঁ সামলে নিখঁতভাবে মা কে নিজে হাতে সাজিয়েছেন। নিজেও যেমন ভাবে সেজেছেন ঠিক যেন মা লক্ষ্মী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version