পদত্যাগ অ্যালান ডোনাল্ডের, ফের বিতর্কে বাংলাদেশ ক্রিকেট!

।। প্রথম কলকাতা ।।

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেটে। এশিয়া কাপের আগে থেকে চলতি বিশ্বকাপ, একাধিক বিতর্কে জড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট। টুর্নামেন্টের আগে তর্জন-গর্জন করলেও, টুর্নামেন্টের পরে সেই খালি হাতেই দেশে ফিরতে হয় টাইগারদের। এ যেন বাংলাদেশের অভ্যাসে পরিণত হয়ে গেছে। বিশ্বকাপেও যার অন্যথা হয়নি। প্রথম দল হিসেবে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিয়েছে সাকিববাহিনী। একে তো বিশ্বকাপে ভরাডুবি, তার উপর বাংলাদেশ ক্রিকেটে বড় ফাটল। পদত্যাগ করেছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। যা নিয়ে বাংলাদেশ ক্রিকেটে বিতর্ক ফের একবার মাথাচাড়া দিয়েছে।

বিতর্কের সূত্রপাতটা হয়েছিল এশিয়া কাপের আগেই। বাংলাদেশ দলে জায়গা হয়নি মাহমদুল্লার। যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। সেই বিতর্ক সামাল দিতেই মাহমদুল্লাকে বিশ্বকাপের দলে নেওয়া হয়। কিন্তু বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েন তামিম ইকবাল। অভিজ্ঞ এই ব্যাটারের বিশ্বকাপ থেকে বাদ পড়া মেনে নিতে পারেননি অনেকেই। যার কারণে বাংলাদেশ বোর্ড ও অধিনায়ক সাকিব আল হাসানের নিন্দায় সরব হয়েছিলেন বাংলাদেশের সমর্থকরা। দলের এহেন পরিস্থিতি নিয়ে বিশ্বকাপের মঞ্চে নামলেও, লাভ হয়নি সাকিব বাহিনীর। একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েছে তাঁরা। দলের পরিকল্পনা, খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

শুধু তাই নয় বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে আরও একটি বিতর্কের জন্ম দেয় সাকিব আল হাসান। যা নিয়ে সাকিবদের মুণ্ডপাত চলছে ক্রিকেটমহলে। ম্যাচে শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে টাইমড আউট করেন সাকিব আল হাসান। এই ইস্যুতেই পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে সাকিব আল হাসানের বিতর্কের সূত্রপাত। সংবাদমাধ্যমে ডোনাল্ড স্পষ্ট জানান যে, মনে হচ্ছিল মাঠে ঢুকে বলি অনেক হয়েছে, এবার এসব থামাও। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে ডোনাল্ড বুঝিয়ে দিয়েছিলেন, সাকিবদের এমন অখেলোয়াড়সুলভ আচরণে কতটা ক্ষুব্ধ তিনি।

যার রেশ গড়ায় বহুদূর। ডোনাল্ডের উপর ক্ষুব্ধ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাঁকে শো-কজ নোটিশ ধরানো হয়। এরপরই দলীয় বৈঠকে পদত্যাগের কথা জানান ডোনাল্ড। ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের শেষ লিগ ম্যাচটিই হতে চলেছে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে ডোনাল্ডের শেষ ম্যাচ। এরপর তিনি আর বাংলাদেশে ফিরবেন না। যদিও ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের চুক্তি রয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত। উল্লেখ্য, ডোনাল্ড ২০২২ সালের মার্চে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version